Mamata Banerjee : 'বড় বড় চুক্তি হয়েছে' লগ্নির খোঁজে স্পেন, দুবাই সফর সেরে ফিরে বললেন মুখ্যমন্ত্রী
Mamata Foreign Tour : মুখ্যমন্ত্রীর মন্তব্য়, বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছেন। প্রবাসী বাঙালিরা তাঁর সঙ্গে কথা বলতে পেরে খুশি বলেও জানান মমতা বন্দ্য়োপাধ্যায়।
আশাবুল হোসেন, কলকাতা : লগ্নির খোঁজে স্পেন, দুবাই সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। শনিবার সন্ধ্যায় ফেরেন তিনি। মাদ্রিদ ও দুবাইয়ে ভাল বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বড় বড় চুক্তি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর মন্তব্য়, বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছেন। প্রবাসী বাঙালিরা তাঁর সঙ্গে কথা বলতে পেরে খুশি বলেও জানান মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। ১১ দিনের বিদেশ সফরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি। প্রথমে মাদ্রিদ ও পরে বার্সেলোনা ও তারপর দুবাইয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মাদ্রিদে লা লিগার (La Liga) সঙ্গে পশ্চিমবঙ্গে ফুটবল অ্যাকাডেমি খোলার ব্যাপারে মউ চুক্তি সাক্ষরিত হয়। পাশাপাশি সেখানে ব্যবসায়ীদের সামনে বাংলায় বিনিয়োগের বার্তাও দেন তিনি। বার্সেলোনার পাশাপাশি দুবাইতেও বিদেশের লগ্নিকারীদের রাজ্যে আসতে আহ্বান জানিয়ে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুবাইতে প্রখ্যাত লুলু গোষ্টীর (LULU Group) সঙ্গেও চুক্তি হয় রাজ্য সরকারের। এবার আসন্ন বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে বিদেশের কতজন প্রতিনিধি আসেন, সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে সকলে।
বিদেশ সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী, পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতার। 'প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রার তুলনা করে লাভ নেই, সফল জি২০ সম্মেলনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, তৃণমূলের সঙ্গে দুর্নীতির সম্পর্ক সবাই জানেন, এটা জি ২০র সফল সমাবেশ', মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন, দুবাই সফরকে কটাক্ষ করে পোল্ট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
Back to Kolkata with serious offers for investments and partnerships from Spain and Dubai. Follow-up overseas delegations will come shortly and during BGBS in November for carrying forward what we started. I thank the Indian Embassies, CII, FICCI, ICC, accompanying…
— Mamata Banerjee (@MamataOfficial) September 23, 2023
আরও পড়ুন- বিজেপির রাজ্য দফতরেই 'ঘরছাড়া' দিলীপ ঘোষ, রাহুল সিনহা !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন