WB Corona Cases: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩৬, কমল দৈনিক মৃত্যু
WB Corona Cases: গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ১ দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ২৯ জন।
কলকাতা: রাজ্যে (West Bengal) ফের খানিকটা বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের (Daily Corona Case) সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। গতকাল এই সংখ্যাটি ছিল ২০০। অন্যদিকে রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। যা গতকালের থেকে ২ কম।
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৩ হাজার ৭৮৯। করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৮৯ হাজার ২০০ জন। করোনায় মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৫২।
রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা গতকালের থেকে ১ হাজার ৬ কমে ৩ হাজার ৪৩৭ হয়েছে। রাজ্যে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। মৃত্যুর হার ১.০৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ১ দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ২৯ জন। দৈনিক মৃত্যুর নিরিখেও শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
করোনার প্রকোপ গতমাসের চেয়ে কিছুটা কমলেও, এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সব নাগরিকেরই টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরও যাতে টিকাকরণ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সম্প্রতি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দিয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে।