WB Corona Cases: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৩১৯, মৃত্যু ১৩ জনের
আজকের হিসেবে রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৭৩৬ জন। যা গতকালের তুলনায় ১,০৪০ জন কম। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
কলকাতা: গতকালের তুলনায় রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ (State Covid Cases)। শুক্রবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid 19) হয়েছে ৩১৯। সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১২,৭৯৪ জন। আজকের হিসেবে রাজ্যে (West Bengal) করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৭৩৬ জন। যা গতকালের তুলনায় ১,০৪০ জন কম।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Cases) হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ১৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৩৪৬ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৮৩,৯৫১ জন। এদিন সুস্থতার হার ৯৮. ৫৭ শতাংশ। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এরপরেই রয়েছে কলকাতা।
WB COVID-19 Daily Health Bulletin: 18 February 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) February 18, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৮ ফেব্রুয়ারি ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/bF8pTJgpvY
দেশে কোভিড-গ্রাফে স্বস্তি। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪১। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৭৫৭। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১০ হাজার ৯০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার ২৩৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ৬১ হাজার ১০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৯৩ লক্ষ ৭ হাজার ২০৭।