![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Corona Cases: ওমিক্রন আতঙ্কের মাঝেই রাজ্য়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫০৭, মৃত্যু ৯ জনের
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯,৫৬২ জন।
![WB Corona Cases: ওমিক্রন আতঙ্কের মাঝেই রাজ্য়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫০৭, মৃত্যু ৯ জনের West Bengal Coronavirus Updates: 507 new cases, 512 recoveries with 9 death recorded in 24 hours in the state WB Corona Cases: ওমিক্রন আতঙ্কের মাঝেই রাজ্য়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫০৭, মৃত্যু ৯ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/04/7605d6aeecfee4c796f32a522743fda7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গতকাল চারশোর কোটায় থাকলে আজ রাজ্যে করোনা সংক্রমিত ৫০০-র ঘরে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬০৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,২০,২২৯ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৪৬৫ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯,৫৬২ জন। উল্লখ্য কালও মৃতের সংখ্যা ছিল ৯। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছে ৫১২ জন। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনমুক্ত হয়েছেন ১৫,৯২,৫৭৯ জন। আজকের হিসেবে রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৫৯০ জন।
উল্লেখ্য রাজ্যে উদ্বেগ জিইয়ে রেখেছে করোনা। বারাসাতে (Barasat) পর এবার দেগঙ্গা (Deganga) কার্তিকপুর আদর্শ উচ্চ বিদ্যাপিঠ। স্কুল খুলতেই ছড়াল সংক্রমণ। ছড়িয়ে পড়া রুখতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল স্কুলের পঠন পাঠন। সূত্রের খবর, করোনা আক্রান্ত (Corona Affected) হয়েছেন স্কুলের শিক্ষিকা ও তাঁর পরিবার। তার আগে ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্লাস করেছেন বাংলার শিক্ষিকা। আর এই ঘটনায় ওই স্কুল শিক্ষিকার সহকর্মী শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে প্রশাসনিকভাবে স্কুলের স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্কুলের পঠন-পাঠন।
সম্প্রতি স্কুল খুলতেই পূর্ব বর্ধমানে (East Burdwan) করোনা (Coronavirus) আক্রান্ত হলেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, আরও দু'জনের করোনা পজিটিভ (Covid Positive)। এই ঘটনার জন্য দু' দিনের জন্য বন্ধ হয়ে যায় স্কুল (School)।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল। আর স্কুল খোলার পর কয়েক দিন যেতে না যেতে প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষক করোনা আক্রান্ত। দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। আক্রান্ত প্রধান শিক্ষকসহ কম্পিউটার শিক্ষক এর সংস্পর্শে যেসব ছাত্রছাত্রী এসেছে সকলকেই আজ করানো পরীক্ষা করা হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)