WB Corona Cases: সামান্য কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৫৭
WB Corona Cases: একদিনে শুধু উত্তর ২৪ পরগনাতেই ৫ জনের মৃত্যু হয়েছে। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২২। অন্যদিকে কলকাতায় একদিনে ১৫৩ জন করোনা সংক্রমিত। একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের।
কলকাতা: সামান্য় স্বস্তি রাজ্যের করোনা গ্রাফে (Corona Virus)। সামান্য কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য় দফতরের প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৮। তবে একই জায়গায় রইল মৃতের সংখ্যা। গতকালের মতোই আজও রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ১২।
গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬৬৭ জন। এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৭ হাজার ৪০৮ জন। অন্যদিকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫১০ জনের।
একদিনে শুধু উত্তর ২৪ পরগনাতেই ৫ জনের মৃত্যু হয়েছে। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২২। অন্যদিকে কলকাতায় একদিনে ১৫৩ জন করোনা সংক্রমিত। একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুন: Omicron Variant in Karnataka: সুস্থ ওমিক্রনে আক্রান্ত কর্ণাটকের এক রোগী, দ্বিতীয় জন কোয়ারেন্টিনে
অন্যদিকে দেশে করোনায় ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৬৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৯৫৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ৭২৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৬ হাজার ৫৪১।
আরও পড়ুন: Indian Railways: করোনার জের, এখনও কোটি কোটি টাকার লোকসানে চলছে রেল
এদিকে, করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় দেশজুড়ে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DGCI-এর কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চেয়েছে সেরাম ইনস্টিটিউট। ভারতে মোট ভ্যাকসিন ডোজের সংখ্যা ১২৫ কোটি ছাড়িয়েছে।