Calcutta High Court : হাইকোর্টের করা বাতিল চাকরিতে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই ২৬৯ জনের তথ্য চেয়ে পর্ষদকে চিঠি
Supreme Court of India : পর্ষদের থেকে সমস্ত তথ্য পাওয়ার পর, মামলা সংক্রান্ত পিটিশন তাঁদেরকে পাঠানো হবে। ফলে চাকরি বাতিল হওয়া ২৬৯ জনকে মামলায় সংযুক্ত করার কাজ শুরু হয়ে গেল।

সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের সম্পর্কে তথ্য চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) চিঠি দিলেন মামলাকারীদের আইনজীবীরা। সেই তথ্য মেলার পর সকলকে মামলা সংক্রান্ত পিটিশন পাঠানো হবে।
মামলায় সংযুক্ত করার প্রক্রিয়া শুরু
২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের ওপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এবার সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো শুরু হল ২৬৯ জনকে মামলায় সংযুক্ত করার প্রক্রিয়া। মঙ্গলবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বেশ কিছু তথ্য চেয়ে চিঠি দিলেন মামলাকারীদের আইনজীবীরা (Lawyer)।
কী কী তথ্য তলব ?
সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে যেসব তথ্য চাওয়া হচ্ছে, তা হল, চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের নাম, তাঁদের ঠিকানা, বয়স, চাকরি বাতিল হওয়ার সময়ে যে বিদ্যালয়ে তাঁরা শিক্ষাকতা করতেন, তার নাম।
পর্ষদের থেকে সমস্ত তথ্য পাওয়ার পর, মামলা সংক্রান্ত পিটিশন তাঁদেরকে পাঠানো হবে। ফলে চাকরি বাতিল হওয়া ২৬৯ জনকে মামলায় সংযুক্ত করার কাজ শুরু হয়ে গেল।
কেন চাকরি বাতিল ?
২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকায় থাকা যে, ২৬৯ জনকে বেআইনিভাবে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের সকলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন। এরপর বরখাস্ত হওয়া প্রার্থীদের একাংশ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। কিন্তু ডিভিশন বেঞ্চও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশেই সিলমোহর দেয়।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। গত ১৮ অক্টোবর, সর্বোচ্চ আদালত এই ২৬৯ জনের চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়। পাশাপাশি এই ২৬৯ জনকে আবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের কাছে ফেরত পাঠায় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সিঙ্গল বেঞ্চ এই ২৬৯ জনকে মামলায় যুক্ত করবে এবং তারপর তাঁদের বক্তব্য শুনে প্রয়োজনীয় নির্দেশ দেবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মতোই ২৬৯ জনকে মামলায় সংযুক্তিকরণের কাজ শুরু হল। এবার দেখার কোন দিকে মোড় নেয় গোটা প্রক্রিয়া।






















