West Bengal Election 2026 : EVM-এর ফার্স্ট লেভেল চেকিং প্রশিক্ষণ শুরু, আজ শুভেন্দুদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন
EVM First Checking Starts Today : আজ EVM-এর ফার্স্ট লেভেল চেকিংয়ের প্রশিক্ষণ, প্রশিক্ষণের আগে বৈঠক বিরোধী দলনেতার সঙ্গে

কলকাতা : ২৭ নভেম্বর থেকে রাজ্যের ১০ জেলায় নির্বাচন কমিশনের তরফে EVM-এর ফার্স্ট লেভেল চেকিং। ২৭ নভেম্বর থেকে রাজ্যের ১০ জেলায় নির্বাচন কমিশনের তরফে EVM-এর ফার্স্ট লেভেল চেকিং। EVM-এর ফার্স্ট লেভেল চেকিং চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন, 'BLO অ্য়াপের অপব্য়বহার করতে পারে তৃণমূল..'! কমিশনকে ট্য়াগ করে গুরুতর অভিযোগ তুললেন শুভেন্দু
আজ EVM-এর ফার্স্ট লেভেল চেকিংয়ের প্রশিক্ষণ । উপস্থিত থাকবেন সমস্ত জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকরা। প্রশিক্ষণের আগে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক জ্ঞানেশ ভারতীর। এরপর এক মাস ধরে, রাজনৈতিক সদস্যদের সামনে হবে ইভিএম পরীক্ষা। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। তারপর ৭ ফেব্রুয়ারিতে গিয়ে, চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। ফার্স্ট লেভেল চেকিং যেটা ইভিএমের শুরু হবে, সেটা নির্বাচনের অনেক আগেই হবে।
একদিকে 'SIR' স্থগিতের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। অন্য়দিকে, 'SIR' চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি বিরোধী দলনেতার। SIR নিয়ে যখন সরগরম রাজ্য়-রাজনীতি। শেষ অবধি পাওয়া খবরে, এরইমধ্য়ে, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। প্রায় ৪০ মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা আমাদের বক্তব্য়গুলো যেটা বলেছি, প্রথম কথা হয়েছে, পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এবং সীমান্তে যেভাবে জমি না দিয়ে, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো আসলে ভারতীয়। যে দলই করেন, যে ধর্মই মানেন না কেন। আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান? এটা করেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর প্রশাসন। আমরা বলেছি এদের নাম কাটতে হবে। সঙ্গে, হিন্দু শরণার্থী, এদের নাম তোলার ব্য়বস্থা রাখতে হবে। আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন। কোর্টে টেক আপ করবেন, না ভারত সরকারের সঙ্গে করবেন, অন্য় কী করবেন, আপনাদের দায়িত্ব।
SIR-এর কাজ কোন পর্যায়ে? তা খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্য়ে আসে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ ৪ জন রয়েছেন সেই দলে। মঙ্গলবার প্রথম ধাপে কলকাতা উত্তর ও দক্ষিণ, এবং দ্বিতীয় ধাপে দক্ষিণ ২৪ পরগনা নিয়ে বৈঠক করে প্রতিনিধি দল। এনুমারেশন ফর্ম নিয়ে কলকাতার পারফরম্যান্স এ খুশি নয় কমিশন। ফর্ম বিলি এখনো অনেক জায়গায় হয়নি কেন, কমিশনের প্রশ্নের মুখে দক্ষিন কলকাতা।আগামী দশ দিনের মধ্যে কাজ শেষ কিরতে নির্দেশ।























