Rampurhat Violence Protest : রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের, খোঁচা তথাগত-র
Tathagata Roy : চিঠি প্রসঙ্গে তথাগত রায়ের খোঁচা, 'এটা প্রতিবাদপত্র বা মুচলেকা নয়, প্রভুর ভৃত্যের লেখা একটা প্রশংসাপত্র'।
কলকাতা : রামপুরহাট হত্যাকাণ্ড (rampurhat violence) নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উদ্দেশে চিঠি লিখলেন বিশিষ্টদের (eminenet persons) একাংশ। পুলিশি (police) সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভুলত্রুটি সংশোধনের পক্ষেই সওয়াল করেছেন তারা। বিশিষ্টদের চিঠিতে নিন্দা করা হয়েছে পানিহাটিতে তৃণমূল (TMC) কাউন্সিলর, ঝালদার কংগ্রেস (Congress) কাউন্সিলর খুনেরও। চিঠি প্রসঙ্গে অবশ্য তাঁদের খোঁচা দিতে ছাড়েননি বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)।
বিশিষ্টদের চিঠি মুখ্যমন্ত্রীকে
হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়,অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, কৌশিক সেন প্রমুখরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখা চিঠিতে তাদের পক্ষে উল্লেখ করা হয়েছে ‘হত্যাকাণ্ডের আগে সক্রিয় হয়নি কেন পুলিশ?’ পাশাপাশই তাঁরা বলেছেন ‘রাজ্যের ভিতরের ত্রুটিগুলো সংশোধন করা প্রয়োজন’। এর পাশাপাশি নিন্দা করা হয়েছে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনেরও।
তথাগত রায়ের খোঁচা
রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে বিশিষ্টদের একাংশের দেওয়া চিঠি প্রসঙ্গে কটাক্ষের সুরে তথাগত রায়ের ট্যুইট, যাক, এঁদের এটুকু লজ্জা আছে। বগটুই গণহত্যার পর থেকে এঁদের কাছ একটা প্রতিক্রিয়া পাবার জন্য শুধু পেটে খোঁচা মারাটা বাকি ছিল। এটা প্রতিবাদপত্র বা মুচলেকা নয়, প্রভুর ভৃত্যের লেখা একটা প্রশংসাপত্র। আর হবে নাই বা কেন? ইংরেজিতে একটি প্রবাদ আছে, যে টাকা দেয় তাঁর কথাতেই তো কাজ হয়।
পাল্টা কৌশিক সেনের
যা নিয়ে নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেছেন, 'আমাদের লেখা চিঠি সবার পছন্দ নাই হতে পারে। তথাগত বাবু কী মনে করবেন সেটা একান্ত তাঁর ব্যক্তিগত বিষয়। যে রাজ্য বিভেদকারী শক্তি বিজেপিকে রুখে দিয়েছিল, সেখানে এরকম ঘটনা দেশে রাজ্যের ভাবমূর্তিকে ধাক্কা দেবে, সেই বিবেচনা থেকেই পুলিশ সক্রিয় হলে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা এড়ানো যেত মনে করেই আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া।'
আরও পড়ুন- আলিয়ার উপাচার্যকে অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি টিএমসিপি-র প্রাক্তন ছাত্র নেতার!