WB Finance Department : কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া পদক্ষেপ অর্থ দফতরের, নির্দেশিকায় কীকী উল্লেখ ?
WB Finance Department Strict Action:কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া পদক্ষেপ অর্থ দফতরের, দেখুন একনজরে..
কলকাতা: কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া পদক্ষেপ অর্থ দফতরের। 'খাতায় সই করে হাজিরা আর গ্রহণযোগ্য নয়। একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিই হাজিরার ক্ষেত্রে গ্রহণযোগ্য', নির্দেশিকা জারি করল অর্থ দফতর। 'সকলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার না করায় হাজিরা-রিপোর্ট তৈরিতে অসুবিধা হচ্ছে। পদোন্নতি বা বদলি হয়ে এলেও, যোগদানের দিনই দিতে হবে বায়োমেট্রিক-তথ্য', নির্দেশিকায় উল্লেখ অর্থ দফতরের।
প্রসঙ্গত, তেইশ সালে নবান্নে বায়ো মেট্রিক চালু করে অর্থ দফতর। এই বায়োমেট্রিক চালুও হলেও রয়ে যায় খাতায় সই করে হাজিরা দেওয়ার পুরোনো নিয়ম। এরপরেই দেখা যায় অধিকাংশ কর্মী বায়োমেট্রিক করছেন না। শুধুই খাতায় সই করেই অফিসে হাজিরা দিচ্ছেন। যারা বদলি হয়ে এসেছেন, তারাও দেননি প্রয়োজনীয় তথ্য বায়োমেট্রিকে। আর এই যাবতীয় ইস্যুগুলিতে যবনিকা টানতেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে অর্থ দফতর। অর্থ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে,' খাতায় সই করে হাজিরা আর গ্রহণযোগ্য নয়। একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিই হাজিরার ক্ষেত্রে গ্রহণযোগ্য।' একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনও দফতরে যাবেন, তাঁদের বায়োমেট্রিক বন্ধ করার কথা আগেই জানিয়ে রাখতে হবে।
সব মিলিয়ে সইয়ের দিন শেষ। ইচ্ছেমতো রয়েসয়ে ঘুরে ফিরে আর অফিস যাওয়া যাবে। কতটা সময় অফিসে থাকছে কর্মচারীরা, তা জানান দেবে এবার বায়োমেট্রিক। মূলত সমস্যাটা হচ্ছে, কর্মীদের হাজিরার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে। কারণ বায়োমেট্রিক নির্দিষ্ট সময়েই হাজিরা দিতে হয়। এনিয়ে কোনও নকল করা যায় না। অর্থাৎ হাজির বিষয়টিতে পুরোপুরি স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু খাতায় সই করার ক্ষেত্রে সেই বিষয়টা নেই। যাতে কর্মীরা নির্দিষ্ট সময়ে কাজে ঢোকে এবং সারাদিনে অফিসে কতক্ষণ থাকল, তা জানতেই এই ব্যবস্থা। সোজা কথায় বায়োমেট্রিককে কোনওভাবেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাই এই পদ্ধতিকে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার।
আরও পড়ুন, কল্যাণী মেডিক্যালে থ্রেট কালচারে অভিযুক্ত ৪০জন ! অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।