Scheme For Jobless in West Bengal : ভর্তুকি, গ্যারান্টি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, বেকারদের জন্য রাজ্যের নতুন প্রকল্প
West Bengal Government : রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয়, ঋণের ১৫ শতাংশ গ্যারান্টিও দেবে রাজ্য।
প্রবীর চক্রবর্তী, কলকাতা : বেকারদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার (West Bengal Goverment)। ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বেকার যুবক-যুবতীদের (Loan to Youth)। যার ১৫ শতাংশের গ্য়ারান্টার হবে রাজ্য। শুক্রবার ব্যাঙ্কিং কমিটির (Banking Commitee) বৈঠকে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প ঘোষণা করা হয়।
ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) মতোই এবার বেকার যুবক-যুবতীদের জন্য ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Credit Card Scheme) চালু করল রাজ্য সরকার। এই প্রকল্পে বেকারদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ দেবে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে রাজ্যস্তরের ব্যাঙ্কিং কমিটির বৈঠক হয়। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (State Finance Minister Chandrima Bhattacharya), অর্থ উপদেষ্টা অমিত মিত্র (State Financial Advisor Amit Mitrs) ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) হাজির ছিল শতাধিক ব্যাঙ্ক কর্তৃপক্ষ (Bank Officials)। এই বৈঠকেই বেকারদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে রাজ্য সরকার।
কী কী সুবিধা ?
ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমে ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা ঋণ পাবেন বেকার যুবক-যুবতীরা। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয়, ঋণের ১৫ শতাংশ গ্যারান্টিও দেবে রাজ্য। বাকি ৮৫ শতাংশের গ্যারান্টার হবে ক্রেডিট মাইক্রো স্মল ট্রাস্ট। ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমের জন্য চালু করা হবে একটি পোর্টাল। দুয়ারে সরকারের শিবিরেও এই প্রকল্পের সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। এছা়ড়াও, চলতি আর্থিক বর্ষে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২০ হাজার কোটি টাকা খরচের কথা ঘোষণা করা হয়েছে।
মাসখানেক আগে হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, 'হাওড়ার ৫ হাজার শিল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ। এর ফলে হাওড়ায় ১.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।৬৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও শিল্পে ১১ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রূপায়নের পথে। এর ফলে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হাওড়াতে আবার হবে। এই জেলায় ৩০ হাজারের বেশি MSME ইউনিট তৈরি করা হয়েছে। ২৭টি ক্লাস্টার চালু হয়েছে। এক লক্ষ মানুষ এই ক্লাস্টারগুলিতে কাজ করে। '