CV Anand Bose: ধর্মতলায় জুনিয়র চিকিৎসদের অনশনের চতুর্থ দিনে ধর্নামঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোস
CV Anand Bose : ধর্মতলায় অনশনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা: ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশনের চতুর্থ দিনে তাঁদের ধর্নামঞ্চে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Anand Bose)। বুধবার বিকেলে এই কথা জানানো হয় রাজভবন সূত্রে। পাশাপাশি আগামীকাল তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ থেকে সোজা ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে যান রাজ্যপাল।
মঙ্গলবার আরজি কাণ্ড নিয়ে রাজভবন থেকে একটি ভিডিও বার্তায় নিজের মনোভাবের কথা ব্যক্ত করেন রাজ্যপাল। সেখানে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার বিষয়টিও উঠে আসে। পাশাপাশি ওই ভিডিও বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আরজি কাণ্ড নিয়ে তীব্র আক্রমণ রাজ্য সরকারকে। ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, ‘রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ। তাই এখন মানুষ নোটিস দিয়েছেন সরকারকে। সেটা কি কেউ দেখতে পাচ্ছেন না? গোটা বিশ্ব দেখতে পাচ্ছে এই নোটিস। গণ ইস্তফা দিয়েছেন ৫০ জন সিনিয়র চিকিৎসক। আরজি কর হাসপাতালের ডাক্তাররা এই গণ ইস্তফা দিয়েছেন পবিত্র দিনে।’
তাঁর বক্তব্য, ‘নিজের বিবেককে নাড়া দেওয়া উচিত। যদি রাজ্যে কোনও দায়িত্বশীল সরকার থেকে থাকে তাহলে ভুল সংশোধন করুন এবং বাংলার মানুষের কাছে ক্ষমা চান।’ যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি মেনে নিয়েছে বলেও দাবি করলেও তা মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসলেও তাঁদের ১০ দফা দাবি এখনও পূরণ হয়নি। মুখ্যমন্ত্রী ও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর মাঝে উঠে গিয়েছিল তাঁদের কর্মবিরতি। কিন্তু, সাগর দত্ত মেডিক্যালের ঘটনার পর। ফের পূর্ণ কর্মবিরতি পালন করছে তাঁরা। বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয় সহ দশ দফা দাবি পূরণ না হলে এই কর্মবিরতি চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এই বিষয়টি উল্লেখ করে রাজ্যপাল ভিডিও বার্তায় বলেন, ‘এখনও যদি ভুল শুধরে না নিয়ে সরকার কাজ চালিয়ে যায় তাহলে সেটা হবে বিনাশ কালে বিপরীত বুদ্ধি। মানুষের ক্ষমতা সবচেয়ে বেশি যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের থেকেও। কখনই মানুষের ক্ষমতাকে ছোট করে দেখা উচিত নয়।’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।