CV Ananda Bose : অসুস্থ রাজ্যপাল, কমান্ড হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee : এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপালকে দেখতে গিয়েছিলাম। উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন। শরীরটা খারাপ। যা হোক, দেখে এলাম। কাল প্রোগ্রাম করে ফিরে আসব।"

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : অসুস্থ রাজ্যপাল। তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভি আনন্দ বোসের হার্টে ব্লকেজ পাওয়া গেছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে রাজ্যপালকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হতে পারে রাজ্যপালকে, এমনই খবর সূত্রের।
রাজ্যপালের শারীরিক অবস্থা নিয়ে কী বলছেন চিকিৎসকরা ?
বুকে ব্যথা শুরু হলে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। হাসপাতাল সূত্রের খবর, রাজ্যপালের হৃদযন্ত্রে ব্লকেজ পাওয়া গেছে। তারই চিকিৎসা চলছে। সেখানে তিনি ভর্তি রয়েছেন।
এদিকে ডুমুরজোলা স্টেডিয়ামে হেলিকপ্টারে ওঠার আগে, কিছুক্ষণ আগেই রাজ্যপালকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। খবর অনুযায়ী, রাজ্যপালের ব্লকেজের আরও চিকিৎসা প্রয়োজন। সেই কারণে তাঁকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। এখনও পর্যন্ত খবর, দ্রুত তাঁর ব্লকেজের চিকিৎসা শুরু করা হবে। সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। আপাতত তাঁকে কমান্ড হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে অ্যাপোলোয় নিয়ে যাওয়া হতে পারে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপালকে দেখতে গিয়েছিলাম। উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন। শরীরটা খারাপ। যা হোক, দেখে এলাম। কাল প্রোগ্রাম করে ফিরে আসব।"
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, রাজ্যপালের চিকিৎসার বিষয়টি গোটাটাই যেন তিনি তদারকি করেন। যা প্রয়োজন তার যাবতীয় ব্যবস্থা যেন মুখ্যসচিব করেন। সেই অনুযায়ী মুখ্যসচিব বিষয়টি দেখভাল করছেন।
এখনও অবধি যা জানা যাচ্ছে, রাজ্যপালের হৃদযন্ত্রে যে ব্লকেজ পাওয়া গেছে তা বেশ গুরুতর। তার চিকিৎসার জন্য বাইপাস সার্জারির প্রয়োজন। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। আপাতত রাজ্যপালের শারীরিক বিভিন্ন প্যারামিটার খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সামশেরগঞ্জ বেতবোনার বাসিন্দাদের একাংশ। প্ল্যাকার্ড হাতে চলে তুমুল বিক্ষোভ। খবর পেয়েই ঘটনাস্থলে ফিরে যান রাজ্যপাল। শোনেন বিক্ষোভকারীদের অভাব-অভিযোগ। ঘুরে দেখেন গ্রাম। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "এটা হৃদয় বিদারক। যেটা ঘটা উচিত ছিল না, সেটাই ঘটেছে। তাঁদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাঁদেরকে নিরাপত্তা দিতে হবে। যাতে তাঁদের আতঙ্ক, ভয় কেটে যায়।"






















