West Bengal Governor : 'তাঁর জন্মদিনই তো বিশ্বকর্মা জয়ন্তী', প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসায় রাজ্যপাল লা গণেশন
Narendra Modi : আজ ৭২-এ পা দিলেন নরেন্দ্র মোদি। আজই আফ্রিকা থেকে ভারতে আসে ৮টি চিতা। নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানের বিশেষ এনক্লোজারে ছাড়েন প্রধানমন্ত্রী।
কলকাতা : বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja) রাজভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল। পাশাপাশি জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন লা গণেশন। মোদির জন্মদিনই যেন বিশ্বকর্মা জয়ন্তী বলে মন্তব্য করেন তিনি।
মোদির প্রশংসা রাজ্যপালের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেই বিশ্বকর্মা পুজো। এই দুইয়ের মেলবন্ধন ঘটিয়ে মোদির প্রশংসা করে বাংলার রাজ্যপাল লা গণেশন বলেছেন, 'আজকের দিনে আরও একটা বিশেষ মুহূর্ত। যা বিশ্বকর্মা জয়ন্তীর থেকে আলাদা কিছু নয়। এই মুহূর্তে ভারতে কেউ আছে যে সবসময় বড় ভাবনা নিয়ে এগোয়। সর্দার বল্লবভাই প্যাটেলের স্ট্যাচু হোক বা রামানুজমের স্ট্যাচু কতটা বড় দেখেছেন। সম্প্রতি নয়াদিল্লি গিয়েছিলাম। নেতাজির স্ট্যাচু বসানো হল ইন্ডিয়া গেটে, পাশাপাশি রাজপথের নাম পরিবর্তন করে করা হল কর্তব্যপথ। এই সবকিছুর পিছনে বড় ভাবনা রয়েছে। বুঝতেই পারছেন কার কথা বলছি।'
৭২-এ পা মোদির
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ৭২-এ পা দিলেন নরেন্দ্র মোদি। আজই আফ্রিকা থেকে ভারতে আসে ৮টি চিতা। নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানের বিশেষ এনক্লোজারে ছাড়েন প্রধানমন্ত্রী। নিজে খাওয়ার আগে পশুপক্ষীকে খেতে দেওয়া আমাদের শিক্ষা, বলেন মোদি। তিনি বলেন, ‘আজ আফ্রিকার কিছু দেশ আর ইরানে চিতা পাওয়া যায়। এরপর ভারতেও চিতাকে দৌড়োতে দেখবে আগামী প্রজন্ম। ভারতে অর্থনৈতিক উন্নতি, বাস্তুতন্ত্রর মধ্যে কোনও বিরোধিতা নেই। ভারতে বাঘের সংখ্যা হয়েছে দ্বিগুণ, হাতির সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার।’ জন্মদিনে বার্তা মোদির । শুধু নিজের লাভের জন্য বাঁচা সঠিক জীবনশৈলি নয়, বললেন মোদি।
শুভেচ্ছাবার্তার ঢল
জন্মদিন উপলক্ষ্যে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, অমিত শা, রাজনাথ সি, যোগী আদিত্যনাথ, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার-সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। হলদিয়ায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বালুরঘাটে মোদি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। কলকাতায় বিজেপির পার্টি অফিসে দেড় কেজি ওজনের লাড্ডু দিয়ে উদযাপিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রধানমন্ত্রীর ৭২ তম জন্ম দিবস উপলক্ষে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনের বগদা এলাকায় স্বচ্ছ ভারত অভিযান চালায় BJP। বগদা এলাকায় রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঝাড়ু দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ।