Mediclaim Issue : মেডিক্লেম নিয়ে অভিযোগের পাহাড়! এই ১১ টি সংস্থাকে ডেকে পাঠাল রাজ্য, বড় পদক্ষেপ
এবার রোগী-স্বার্থের কথা ভেবে বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। এরপর হয়ত মিলতে পারে সুরাহাও।

সন্দীপ সরকার, কলকাতা : মেডিক্লেম সংস্থা নিয়ে অভিযোগ রয়েছে বহু মানুষেরই। হাজারো প্রতিশ্রুতি দিয়ে বিমা করানোর পরও প্রয়োজনের সময় হাজারো নেতিবাচক কথা শুনতে হয়েছে অনেককেই। নানা যুক্তি দেখিয়ে মেডিক্যাল বিলের থেকে অনেক কম বিল মেটানোর মতো অভিযোগও ওঠে অহরহ। বছরের পর বছর প্রিমিয়াম গুনেও বিপদের সময় বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখার অভিযোগও বিস্তর। এবার রোগী-স্বার্থের কথা ভেবে বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। এরপর হয়ত মিলতে পারে সুরাহাও।
সরকারি বা বেসরকারি, লাফিয়ে লাফিয়ে বাড়ে মেডিক্লেমের প্রিমিয়ামের টাকা। অথচ আপৎকালীন সময়ে হাসপাতালের বিলের টাকা মেটাতে টালবাহানা করার ভুরি ভুরি অভিযোগ রয়েছে গ্রাহকদের। অনেক ক্ষেত্রে দেখা যায়, তিনি ক্যাশলেস মেডিক্লেম করিয়েছেন । অথচ সেই সুবিধা না মেলার অভিযোগ ভুরি ভুরি। নগদে চিকিৎসা করিয়ে পরে টাকা দাবি করতে হচ্ছে ইন্সুরেন্স কোম্পানির থেকে। এমন অভিযোগ ও ওঠে। এছাড়া বেসরকারি হাসপাতালে নগদে চিকিৎসা করালে যা বিল হয়, ক্যাশলেস মেডিক্লেম কার্ড থাকলে, বিল বেশি করে হাসপাতাল । এর ফলে রোগীর পকেট থেকে বাড়তি টাকা না গেলেও, মেডিক্লেমের ব্যালেন্স কমে যায়। পরোক্ষে আর্থিক ক্ষতি হয় রোগীরই।
এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিমায় বেনিয়ম ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। ১১টি মেডিক্লেম সংস্থার আধিকারিকদের তলব করল স্বাস্থ্য কমিশন। ২১ এপ্রিল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে মেডিক্লেম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান এবং আধিকারিকরা।
মেডিক্লেম নিয়ে মানুষের এত অভিযোগ কেন? কারণ খোঁজা এবং সমাধান বের করাই এই বৈঠকের উদ্দেশ্য। জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে মেডিক্লেম সংস্থাগুলির তরফেও মাঝেমধ্যে কিছু অভিযোগ জমা পড়ে কমিশনে। এক শ্রেণির অসাধু নার্সিংহোম, ভুয়ো রোগীর ভুয়ো বিল বানিয়ে মেডিক্লেমের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। তারও সমাধান খোঁজার চেষ্টা হবে। খবর স্বাস্থ্য কমিশন সূত্রে।
কাদের ডাকা হয়েছে এই বৈঠকে ?
1) ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি ( National Insurance Company Ltd.)
2) ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি ( United India Insurance Company Ltd )
3) নিউ ইন্ডায়ে অ্যাস্যুরেন্স কোম্পানি ( New India Assurance Company Ltd )
4) ওরিয়েন্টাল ইনস্যুরেন্স (Oriental Insurance Company Ltd. )
5) বাজাজ অ্যালায়েনজ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ( Bajaj Allianz General Insurance Company Ltd )
6) নিভা বুপা হেলথ ইনস্যুরেন্স কোম্পানি (Niva Bupa Health Insurance Company Ltd)
7) ICICI লোম্বার্ড জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ( ICICI Lombard General Insurance Company Ltd )
8) স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েঞ্জ ইনস্যুরেন্স কোম্পানি ( Star Health and Allianz Insurance Company Ltd)
9) আদিত্য বিড়লা হেলথ ইনস্যুরেন্স কোম্পানি ( Aditya Birla Health Insurance Company Ltd )
10) রয়্যাল সুন্দরম জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ( Royal Sundaram General Insurance Company Ltd )
11) টাটা এআইজি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (Tata AIG General Insurance Company Ltd.)






















