Hailstrom at North Bengal : কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, উত্তরবঙ্গ জুড়ে বিপত্তি, লোডশেডিং
Weather Update : এমনিতেই বাংলায় এই মরশুমে লাস্ট ইনিংস খেলছে শীত। ভোরে হিমেল পরশ, বেলা বাড়লে চড়া রোদ।
![Hailstrom at North Bengal : কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, উত্তরবঙ্গ জুড়ে বিপত্তি, লোডশেডিং West Bengal Hail strom heavy rain at several parts of north bengal loadsheading at many places Hailstrom at North Bengal : কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, উত্তরবঙ্গ জুড়ে বিপত্তি, লোডশেডিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/16/7948a050fc7f2aec0b1eb0b774e4b1a0167893742080752_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিলিগুড়ি : কোথাও মুষলধারে, কোথাও বিক্ষিপ্তভাবে। কোথাও ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড চারিদিক তো কোথাও শিলাবৃষ্টি। সবমিলিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের (Rain in North Bengal) একাধিক এলাকায় বুধবার ঝড়বৃষ্টি হয়েছে। সেই ধারা অব্যাহত বৃহস্পতিবার সকালেও। গতকাল সন্ধের পর থেকে ঝড় শুরু হয় ডুয়ার্সের (Dooars) বিভিন্ন এলাকায়। সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। মালবাজারে শিলাবৃ্ষ্টি (Hailstrom at Malbazar) হয়। গয়ারকাঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে। একই অবস্থা জলপাইগুড়ি (Jalpaiguri) শহরেও। অন্যদিকে আলিপুরদুয়ারেও এদিন সন্ধের পর ঝড় ও শিলাবৃষ্টি হয়। বৃষ্টি নামে দার্জিলিংয়ের (Darjeeling) ঘুমে।
কেমন আবহাওয়া ?
এমনিতেই বাংলায় এই মরশুমে লাস্ট ইনিংস খেলছে শীত। ভোরে হিমেল পরশ, বেলা বাড়লে চড়া রোদ। এরই মাঝে ফের ঊর্ধ্বমুখী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত।
লোডশেডিংয়ের দাপট
এদিকে, ঝড়বৃষ্টির কারণে অনেক জায়গাতেই এদিন লোডশেডিং (Loadsheading) হয়। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করে ট্যুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ঝড়বৃষ্টির কারণে লোডশেডিং হয়ে যাওয়ায় 'এক ডাকে অভিষেক'-এ অনেক ফোন পেয়েছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কথা মাথায় রেখে ইতিমধ্যে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ফের বিদ্যুৎ পরিষেবা চালু করতে আড়াইশোর বেশি কর্মীকে নিয়োগ করা হয়েছে।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ( South Bengal )উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন নদিয়া ও মুর্শিদাবাদেও কুয়াশা থাকবে সকাল- সকাল। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে। বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ। মঙ্গলবার থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন- আগামী চার পাঁচ দিনে কি আমূল বদলাবে বঙ্গের আবহাওয়া ? কী বলছে দফতর ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)