Doctor Appointment Exams: রাজ্যে সরকারি চিকিৎসক নিয়োগ পরীক্ষা ঘিরেও বিতর্ক, ১৭ জনকে নিয়ে সন্দেহ
Doctor Recruitment Exams: রাজ্যে সরকারি চিকিৎসক নিয়োগের পরীক্ষায় পাশ করেছেন যাঁরা, তাঁর মধ্যে তালিকায় নাম থাকা ১৭ জনকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

কলকাতা: রাজ্যে এবার সরকারি চিকিৎসক নিয়োগ পরীক্ষা ঘিরেও বিতর্ক। লিখিত পরীক্ষায় পাশ করেছেন যাঁরা, সেই তালিকায় নাম থাকা ১৭ জন চাকরিপ্রার্থীকে নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সেই নিয়ে তদন্তের আবেদন জানাল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তাদের দাবি, ওই ১৭ জন পরীক্ষার্থীর পদবী তফসিলি উপজাতিভুক্তদের তালিকা-বহির্ভূত। (Doctor Recruitment Exams)
রাজ্যে সরকারি চিকিৎসক নিয়োগের পরীক্ষায় পাশ করেছেন যাঁরা, তাঁর মধ্যে তালিকায় নাম থাকা ১৭ জনকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। ওই ১৭ জনই তফসিলি উপজাতি সম্প্রদায়ের প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে লিখিত বিভাগে পাশ করেছেন। ইন্টারভিউর জন্যও তালিকাভুক্ত হয়েছেন তাঁরা। (Doctor Appointment Exams)
গত বছর অগাস্ট মাসে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়। প্রায় ৮০০-র বেশি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে বলে জানানো হয় সেই সময়। সেই মতো অনেকেই আবেদন করেন এবং লিখিত পরীক্ষা হয় গত ২১ ডিসেম্বর। সেই লিখিত পরীক্ষায় যাঁরা পাশ করেন, তার মেধাতালিকা বেরোয়, যাতে ২-২.৫ হাজার নাম ছিল।
সেই তালিকার অন্তর্ভুক্ত ১৭ জনের নাম নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সেই মতো লিখিত অভিযোগ জানায় আদিবাসী কল্যাণ সমিতি। তফসিলি উপজাতি কোটায় নাম থাকা ওই ১৭ জনের পদবী আদিবাসী সম্প্রদায়ের পদবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানায়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তফসিলি উন্নয়ন দফতর, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর এবং স্বাস্থ্য দফতরকেও অভিযোগ জানানো হয়েছে।
কিন্তু আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগ, ওই ১৭ জন পরীক্ষার্থীর পদবী তফসিলি উপজাতিভুক্তদের তালিকা বহির্ভূত। ওই ১৭ জনের সমস্ত নথি যাচাই করে দেখতে আবেদন জানিয়েছে তারা। আদিবাসী উন্নয়ন দফতরের তরফে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিবকে বিষয়টি তদন্ত করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্দেশ দেওয়া হয়েছে, আইনানুগ দ্রুত ব্যবস্থা নিয়ে, অ্যাকশন টেকেন রিপোর্টও পাঠানোরও।
এ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। তবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, চূড়ান্ত নিয়োগের আগে সব নথি যাচাই করে দেখা হবে।
তবে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শিক্ষায় দুর্নীতির অভিযোগ ঘিরে একসময় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। সেই ঘটনায় একধাক্কায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যায়। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, সেই নিয়েও মামলা-মকদ্দমা শুরু হয়েছে। এবার চিকিৎসক নিয়োগ ঘিরেও বিতর্ক দেখা দিল।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















