Locket Chatterjee: ভোট উত্তাপের মধ্যেই তাপপ্রবাহ, গরমে সব প্রার্থীদের জন্য লকেটের বিশেষ ডায়েট টিপস
BJP Locket Chatterjee Diet: এদিন হাতে পদ্ম ফুল নিয়ে, ব্যান্ড পার্টি সহকারে সকাল থেকে প্রচার করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
সোমনাথ মিত্র, হুগলি: উত্তর থেকে দক্ষিণবঙ্গ, প্রবল গরমের মধ্যেই লোকসভা ভোটের (Lok Sabha Election) প্রচার চলছে জোরকদমে। প্রবল তাপপ্রবাহের মধ্যেই প্রচারে ঝড় তুলতে ব্যস্ত সকলে। কিন্তু এই গরমে নিজেকে সুস্থ রাখাটাও সমান জরুরি। প্রার্থীদের জন্য সেই ডায়েট প্ল্যান এবার শেয়ার করলেন হুগলির (Hooghly) বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
এদিন হাতে পদ্ম ফুল নিয়ে, ব্যান্ড পার্টি সহকারে সকাল থেকে প্রচার করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুর বিধানসভার পাঁচঘরা জলাপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কখনও পায়ে হেঁটে আবার কখনো হুড খোলা টোটোয় প্রচার সারেন পাঁচঘরা পঞ্চায়েত এলাকায়।
লকেটের ডায়েট প্ল্যান
প্রচণ্ড গরমে সমস্ত প্রার্থীদের বেশী করে জল ও ঠান্ডা ভাত খেতে পরামর্শ দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেট আরও জানান, আমি নিজে বেশী করে বাতাসা খাচ্ছি, জল খাচ্ছি। সবাইকে বলবো বেশি করে জল খান, মুড়ি জল খান। বিগত দিনে চারটি নির্বাচনে এই পদ্ধতিতে লড়েই ভালও থেকেছি।
আরও পড়ুন, 'কামারের ঘা যেদিন মারব সিধে হয়ে যাবে', ফের বেলাগাম দিলীপ
অন্যদিকে, প্রচারে বেরিয়ে শরীর সুস্থ রাখতে ডায়েট মেনে খাবার খাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, আমি সাধারণত হালকা খাবার পছন্দ করি। এখন প্রচারের ব্যস্ততায় কর্মীদের বাড়ি খেতে হচ্ছে। তবে বাড়ির খাবার পেলে বেশি ভাল হয়। আলু পটলের তরকারি, সজনে ডাঁটার তরকারি, মাছের ঝোল, কুলের চাটনি, টক দই এই দিয়েই লাঞ্চ সারছেন সুকান্ত মজুমদার।
এদিকে, এপ্রিলের প্রথম সপ্তাহেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে অস্বস্তি বাড়বে। কলকাতাতে ইতিমধ্যেই ৩৭ ডিগ্রি পেরিয়েছে পারদ। আজও বইবে লু। পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে অস্বস্তি বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ দিন বাড়বে।