Higher Secondary Result 2025: ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল, wb12.abplive.com-এ দেখা যাবে রেজাল্ট
WB HS Result 2025: রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ওইদিনেই নিজ নিজ স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।

কলকাতা : আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা করা হবে। ওইদিন সল্টলেকে বিদ্যাসাগর ভবনে কাউন্সিলের তরফে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। এরপর একই দিনে দুপুর ২টো থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ওইদিনেই নিজ নিজ স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।
নীচের এই লিঙ্কগুলিতে ঢুকে দেখা যেতে পারে উচ্চ মাধ্যমিকের ফল-
১. https://result.wb.gov.in
২. https://wb12.abplive.com-এ লগইন করে দেখা যাবে রেজাল্ট
উচ্চ মাধ্যমিক ২০২৫-
পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ৩ মার্চ থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। গতবারের তুলনায় অনেকটাই কম পরীক্ষার্থী ছিল উচ্চমাধ্যমিকে। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসেনি অনেক পড়ুয়া। এ বছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম ছিল। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ছিল মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত ২টি করে CC ক্যামেরা। এবার প্রশ্নের প্যাকেট খোলা হয় হলে পরীক্ষার্থীদের সামনে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সমেত ধরা পড়লে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছিল সংসদ। পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক হবে দু'টি সেমিস্টারে।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রেক্ষিতে ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ও রাজ্য সরকারের মানহানির উদ্দেশে ভিডিওয় ভুয়ো বার্তা ছড়ানোরও অভিযোগ ওঠে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার ১ হাজার সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হয় ৭৪ টি মোবাইল ও এক লক্ষ টাকাও।
এদিকে আগামী ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2025 Result)। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বছরের মত এবারও wb10.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন।






















