Police in Controversy : হুগলির প্যারীমোহন কলেজে টিএমসিপি আয়োজিত কলেজ সোশ্যালে উত্তরপাড়া থানার আইসি-কে সম্বর্ধনা ! বিতর্ক
Hooghly News : কেউ ভাল কাজ করলে সম্বর্ধনা দিই, সাফাই চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইয়ের। পুলিশকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোট পার হতে চাইছে তৃণমূল, প্রতিক্রিয়া বিজেপির।
হুগলি : হুগলির (Hooghly) প্যারীমোহন কলেজে (Parymohan College) টিএমসিপি (TMCP) আয়োজিত কলেজ সোশ্যালে সম্বর্ধনা নিলেন আইসি! উত্তরপাড়া থানার আইসি পার্থ শিকদারের সম্বর্ধনা নেওয়ার ছবি বিজেপির সোশ্যাল মিডিয়ায়। বিজেপির পোস্ট করা ভিডিয়োয় ওই অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবিও ধরা পড়েছে।
আইসি জানিয়েছেন, এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না । কেউ ভাল কাজ করলে সম্বর্ধনা দিই, সাফাই চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইয়ের। পুলিশকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোট পার হতে চাইছে তৃণমূল, প্রতিক্রিয়া বিজেপির।
কিছুদিন আগেই যে কলেজ অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। উত্তরপাড়ার প্যারীমোহন কলেজ আয়োজিত ফেস্টে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায় (Raja Peary Mohan College)। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। বৃহস্পতিবার কলেজ ফেস্টের শেষ দিনে শানের অনুষ্ঠান ছিল। তাতে ভিড় উপচে পড়ে। তাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। কলেজের পাশেই স্কুলের মাঠে শানের অনুষ্ঠান ছিল। সেখানে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে চার জন আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে পুলিশকে। সেই ভিডিও ও মঞ্চে আইসি-র সংবর্ধনা নেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন, 'উত্তরপাড়া প্যারীমোহন কলেজের ফেস্টের অনুষ্ঠানে অপদার্থতার জন্যই কলেজের ছাত্রছাত্রীরা মার খেল। পুরো ঘটনা ঘটল পুলিশের সামনে। আর সেই পুলিশের আইসি উর্দি পরে মঞ্চে সংবর্ধনা নিলেন। এ এক অন্য ধরনের নির্লজ্জতা। পুলিশ যে পশ্চিমবঙ্গে দলদাসে পরিণত হয়েছে, তা বারবার প্রমাণ হচ্ছে। আর এই পুলিশ দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোট প্রহসন ছাড়া অন্য কিছু হবে বলে মনে করি না।'
পাল্টা তৃণমূলের হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁই বলেছেন, 'গোটা দেশে যেখানে যেখানে বিজেপির শাসন সেখানে তারা সেখানকার শাসকদলের হয়ে কাজ করে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ নিরপেক্ষভাবে কাজে করে। পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা। সমস্ত মানুষের জন্য কাজ করা। তাই বিজেপি কী বলল, কী করল সেটা বড় কথা নয়। একজনকে সম্মান দেখানো মোটেই খারাপ কাজ বলে মনে করি না।'