(Source: ECI/ABP News/ABP Majha)
Corona Cases: ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা, উদ্বেগ বাড়িয়ে প্রকাশিত রিপোর্ট
Coronavirus Omicron Cases Kolkata: ২ সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। আক্রান্তদের বাকি নমুনায় মিলেছে ডেল্টা, ডেল্টা প্লাসও।
কলকাতা: রাজ্যে (West Bengal) বেলাগাম সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus) প্রকোপ। এদিকে এরই মধ্যে চিন্তা বাড়ল ওমিক্রন (Omicron) নিয়ে। উদ্বেগ বাড়িয়ে স্বাস্থ্য মন্ত্রক-ইনসাকগের রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। ২ সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। আক্রান্তদের বাকি নমুনায় মিলেছে ডেল্টা, ডেল্টা প্লাসও। ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা, অনুমান রিপোর্টে।
এদিকে, ওমিক্রন নিয়ে ফের বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকালই ওমিক্রন নিয়ে সতর্কবার্তা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছিলেন, ‘ওমিক্রন ডেল্টার মতো বিপজ্জনক না হলেও মৃদু নয়। ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুও হচ্ছে’।
অন্যদিকে, গঙ্গাসাগরে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। কোভিড পরিস্থিতিতে বাড়তি সতর্ক জেলা প্রশাসন। পুণ্যার্থীদের জন্য বিভিন্ন জায়গায় কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে সেফ হোমের সংখ্যা, রয়েছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। মাস্ক ব্যবহার করার জন্য প্রচার চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ২ লক্ষ মাস্কের ব্যবস্থা রয়েছে, জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন, মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালের সঙ্গে জোড়া মউ রাজ্যের, জানালেন মমতা
রাজ্যে দৈনিক সংক্রমণ প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। দেশের সার্বিক ছবিটা আরও উদ্বেগের। সাত মাস পর ফের একদিনে আক্রান্তের সংখ্যা একলক্ষ ছাড়িয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান... বিধিভঙ্গের ছবিটা সর্বত্র এক। জেলায় জেলায় চলছে পুলিশি অভিয়ান। তারপরেও অসচেতন বহু মানুষ। করোনা আক্রান্ত বীরভূম স্বাস্থ্য জেলায় ১০৭ জন স্বাস্থ্যকর্মী। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ তাঁর দফতরের ২০ জন আক্রান্ত হয়েছেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৫ চিকিৎসক ও ২০ জন নার্স সহ ৩৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ। বোলপুর মহকুমা হাসপাতাল ১০ জন চিকিৎসক সহ ১২ জন কর্মী আক্রান্ত । বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও শেখর সাঁই সহ ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।