Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা?
Kolkata Weather Update : এই সপ্তাহের মাঝামাঝিই ফের চড়বে তাপমাত্রার পারদ। বেলা গড়ালেই জ্বালাপোড়া গরমে নাজেহাল হবে বঙ্গবাসী ।

কলকাতা : বিকেল গড়ালেই মেঘের ডাক। দুর্যোগের ঘনঘটা কলকাতা থেকে জেলায় জেলায়। আগামী ২ দিনও কলকাতা সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আইএমডি। সঙ্গে হবে বজ্রপাত। ভারী বৃষ্টির সঙ্কেতই রয়েছে কলকাতা শহরে। সঙ্গে রয়েছে জেলায় জেলায় সতর্কতা। ঝড়-বৃষ্টির আশঙ্কার মধ্যেই আবহাওয়া দফতর জানাচ্ছে , স্বস্তির আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না। বৈশাখের তাতাপোড়া গরম পড়ল বলে। এই সপ্তাহের মাঝামাঝিই ফের চড়বে তাপমাত্রার পারদ। বেলা গড়ালেই জ্বালাপোড়া গরমে নাজেহাল হবে বঙ্গবাসী ।
আইএমডি-র পূর্বাভাস
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহাবস্থানে বঙ্গে তৈরি হয়েছে বৃষ্টির উপযুক্ত পরিবেশ। টানা বৃষ্টি না-হলেও বিক্ষিপ্ত ভাবে জেলায় জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের সব জেলাতেই কয়েকদিন ধরে বিক্ষিপ্ত ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েই চলেছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বাজ পড়ারও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়, বলছে আইএমডি-র পূর্বাভাস। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘণ্টা ৪০-৫০ কিলোমিটার বেগে। বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।মঙ্গলবারই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাস
বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
গরমের সতর্কতা
আবহাওয়া দফতর জানাচ্ছে, এই সপ্তাহেই নাজেহাল করতে পারে গরম। এই সপ্তাহে তাপমাত্রার বিরাট পরিবর্তন না হলেও , আগামী ৩ থেকে ৫ দিনে , পারদ চড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি বলছে আই এম ডি- র পূর্বাভাস। চলুন দেখে নেওয়া যাক কলকাতার তাপমাত্রা নিয়ে কী সঙ্কেত দিয়েছে আইএমডি।
| 05-May | 23.0 | 32.0 | Thunderstorm with rain | Thunderstorm accompanied with Lightning, Strong Surface Winds | 63 | 57 | ||
| 06-May | 23.0 | 32.0 | Thunderstorm with rain | Thunderstorm accompanied with Lightning, Strong Surface Winds | 70 | 52 | ||
| 07-May | 24.0 | 34.0 | Generally cloudy sky with Light Rain or Drizzle | No warning | 72 | 50 |
source - https://city.imd.gov.in/






















