West Bengal Lightening Death : ধান রোয়ার মাঝেই অঘটন, বাঁকুড়ায় বজ্রপাতে এক মহিলা-সহ দুজনের মৃত্যু
West Bengal Lightening Death: মাঠে চাষ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক মহিলা-সহ ২
প্রসূন চক্রবর্তী,বাঁকুড়া : মাঠে চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক যুবক ও এক মহিলার । আজ বিকেলের বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুই জন। মৃত যুবক বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ফুলজাম গ্রামের বাসিন্দা সুশান্ত পাল।
ধান রোয়াই কাল হল ?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবক মেজিয়া থানা এলাকায় মামাবাড়িতে এসেছিল চাষের কাজ করতে। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ মামা বাড়ির কাছে অনুরাগপুর এলাকার মাঠে ধান রোয়ার কাজ করছিল। সেই সময় আচমকা বজ্রপাতে গুরুতর জখম হয় ওই যুবক। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বজ্রপাতে জোড়া মৃত্যু
অন্যদিকে বিকেল সাড়ে চারটার সময় গঙ্গাজলঘাটি ব্লকের মাধবপুরের বাসিন্দা বছর ৩৪ এর ঝুমি লোহার মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে হয়ে মারা যান। দেহদুটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।গঙ্গাজলঘাটী ব্লকের দুই গ্রামের জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের আশঙ্কা
এদিকে, সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কার বার্তা দিল হাওয়া অফিস। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল হাওয়া অফিস। IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের ৯ জেলায় রয়েছে হলুদ সতর্কবার্তা। শনিবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মূলত, শিয়রে নিম্নচাপ। তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে । শনি ও রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন, 'পুজোয় ছাড়ের নামে বিদ্যুতের মাসুল বৃদ্ধি..', CESC অফিস ঘেরাও BJP-র
ভারী বৃষ্টির সতর্কতা
অন্যদিকে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। IMD সূত্রে খবর, আগামীকাল উত্তরবঙ্গের ৩ জেলায় রয়েছে হলুদ সতর্কবার্তা।শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।সিকিম, ভুটানেও ভারী বৃষ্টি হবে। ফলে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলায় এই বৃষ্টি বলে আবহাওয়া দফতর জানিয়েছে।উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা গত ৪৮ ঘণ্টা আগেই মিলেছিল। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।