West Bengal Lightning Death: কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার এই গ্রাম, বজ্রপাতে মৃত্যু গৃহবধূর..
Bankura Storm Lightning Death: কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুড়ি গ্রাম, বাজ পড়ে প্রাণ হারালেন এক গৃহবধূ..
প্রসূন চক্রবর্তী ও পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কয়েক মিনিটের ঝড়। আজ সন্ধ্যার মুখে এর দাপটেই লন্ডভন্ড হয়ে গেল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুড়ি গ্রাম। এদিন সন্ধ্যের পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক অলক মুখোপাধ্যায়। পাশাপাশি একই এদিন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল বাঁকুড়া সদর থানা এলাকা। বাঁকুড়ার আকুরাবাদ গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক গৃহবধূর।
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার এই গ্রাম
এদিন ঘড়ির কাঁটায় তখন বিকেল পাঁচটা। প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। ক্ষণিকের এই ঘূর্ণিঝড়ের পর বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এই এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঝড়ের দাপটে বহু ধরণের টিনের চালা উড়ে যায়। বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তার উপর পড়ার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বড়জোড়া এই দেজুড়ি মোড়ে একাধিক দোকান এবং বসতবাড়ির টিনের চাল উড়ে যায়।
ক্ষয়ক্ষতি
প্রশাসন জানিয়েছে, ওই এলাকায় ফসল এবং আম ও কাঁঠালের বড় ধরণের ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি। তবে প্রশাসন এখনও সার্বিক ক্ষয়ক্ষতি হিসেব দিতে না পারলেও, ক্ষতিগ্রস্তদের সঙ্গে এদিন কথা বলেছেন এবং পরিস্থিতিও দেখতে গেছেন স্থানীয় বিধায়ক অলক মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দা শ্যামল কর্মকার এবং বাসুদেব লায়েক বলেন,'দিনভর ভ্যাপসা গরমে নাকাল হচ্ছিলাম আমরা। আচমকাই আকাশে কালো মেঘ ঢেকে যায়। প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। এর জেরে লন্ডভন্ড হযে যায় গ্রামটি।'
বজ্রপাতে মৃত্যু আকুরাবাদ গ্রামের গৃহবধূর..
মঙ্গলবার বাঁকুড়া সদর থানার আকুরাবাদ গ্রামে, বজ্রপাতে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। মৃতার নাম পূর্ণিমা বাউরী। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৪১ বছর। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে পূর্ণিমা বাউরী নামে ওই মহিলা ঝড় বৃষ্টির সময় গরু নিয়ে বাড়ির উঠোন থেকে গোয়ালে নিয়ে আসছিলেন। ঠিক সেই সময় বজ্রপাত হয়। পরিবারের লোকেরা দ্রুততার সঙ্গে,পূর্ণিমা বাউরীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
আরও পড়ুন, 'সোহম পাকা দুষ্কৃতী..', রেস্তোরাঁ মালিককে মারধরকাণ্ডে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।