West Bengal Live Blog: ভোটার তালিকায় ভূত নিয়ে নেত্রীর হুঙ্কারের পরেই সক্রিয় তৃণমূল
West Bengal Live News Blog: দেশ থেকে জেলা, সব খবর দেখে নিন এক ঝলকে

Background
কলকাতা: নেতাজি ইন্ডোরে মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের পর, জাতীয় নির্বাচন কমিশন নিয়ে বাগযুদ্ধের পারদ চড়ছে। সম্প্রতি মুখ্য় নির্বাচন কমিশনার বাছাইয়ের নিয়ম বদলেছে মোদি সরকার। প্য়ানেলে প্রধান বিচারপতির বদলে আনা হয়েছে মোদি সরকারের মন্ত্রিসভার এক সদস্য়কে। যার প্রেক্ষিতে মুখ্য় নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব বিরোধীরা।
২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে মুখ্য় নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে তুঙ্গে তরজা। শুধু কমিশনের নিরপেক্ষতাই নয়, মোদি সরকারের ভূমিকাও বিরোধীদের আতস কাচের তলায়। আগে মুখ্য় নির্বাচন কমিশনার বাছাইয়ে প্য়ানেলে থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু, এই নিয়ম বদলাতে সম্প্রতি বিল পাস করে মোদি সরকার। যেখানে এই প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়। তার বদলে তৃতীয় সদস্য হিসেবে রাখা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রতিনিধিকে। যাঁকে আবার প্রধানমন্ত্রীই নিয়োগ করবেন।
অর্থাৎ তিনজনের প্য়ানেলে দুজনই কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার। ফলে এটা বলার অপেক্ষা রাখে না, যে মুখ্য় নির্বাচন কমিশনার পদে এখন কাকে বসানো হবে, তা নিয়ে মোদি সরকারের পছন্দই শেষ কথা। আর এক্ষেত্রেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, সরকারের উদ্দেশ্য় নিয়ে। নরেন্দ্র মোদি সরকারের মুখ্য় নির্বাচন কমিশনার নিয়োগের এই নিয়ম বদল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। ১৯ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে সেই সংক্রান্ত শুনানি ছিল। কিন্তু, তার মধ্য়েই মুখ্য় নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় জ্ঞানেশ কুমারকে। যাঁকে অমিত শাহের অত্য়ন্ত ঘনিষ্ঠ বলেই দাবি করছে বিরোধীরা। ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন, যেহেতু ১৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তাই এই বৈঠক স্থগিত রাখা উচিত। কিনতু, সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী, অর্থাৎ নরেন্দ্র মোদি ও অমিত শাহের ভোটের ভিত্তিতে, জ্ঞানেশ কুমারকেই মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। সাম্প্রতিক অতীতে বারবার জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলেও কমিশন কোনও ব্য়বস্থা নেয়না বলে বারবার অভিযোগ করেছে বিরোধীরা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালও নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছিলেন। সবারই একটাই দাবি, কমিশন বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছে। যদিও নির্বাচন কমিশন এই দাবি উড়িয়ে দিয়েছে বারবার।
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: ফিরছে সাধক বামাক্ষ্যাপা, এবার বড়পর্দায় সব্যসাচীকে নিয়ে গল্প বুনছেন সায়ন্তন
TMC Update: ব্যারাকপুরে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু
ব্যারাকপুরে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু। রাস্তার উপরে তৃণমূলকর্মী হান্নান গাজির রক্তাক্ত দেহ উদ্ধার। ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। কী কারণে মৃত্যু, তা স্পষ্ট নয় এখনও।
Kolkata News: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। OBC জটে আটকে নিয়োগ, প্রতিবাদে পথে চাকরিপ্রার্থীরা। OBC জট কাটাতে উদ্যোগী হোক রাজ্য, দাবি চাকরিপ্রার্থীদের






















