West Bengal Live Blog: মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা, কার্যত লন্ডভন্ড যুবভারতী! গ্রেফতার ৫
West Bengal Live Blog Update: কোথায় কী হচ্ছে? দেখে নিন লাইভ আপডেট
LIVE

Background
কলকাতা: ন্যাজাটকাণ্ডে তৃতীয় গ্রেফতারি। উত্তম সর্দার, রুহুল কুদদুসের পর চার দিনের মাথায় গ্রেফতার করা হল আরও এক যুবককে। ঘাতক ট্রাকের খালাসি ছিলেন, জেরায় জানিয়েছেন ধৃত, দাবি পুলিশ সূত্রে। সরবেড়িয়া থেকে ভোলানাথের গাড়ি বাইকে ফলো করছিলেন ধৃত রুহুল কুদদুস তরফদার। দুর্ঘটনার পর বাইকেই পালান ট্রাকচালক। পুলিশের দাবি, তাদের হাতে এসেছে চাঞ্চল্যকর ফুটেজ। ধৃতকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ফের চর্চায় সন্দেশখালির সেই ত্রয়ী। শিবু-শাহজাহান-উত্তম, জেলে বসেই পরিকল্পনা? সন্দেশখালি কাণ্ড কেটে যাওয়ার কয়েক বছর পরেও শাহজাহান উত্তম জুটি এখনো সক্রিয়। ভোলানাথ ঘোষের গাড়ির মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় তা আরও একবার স্পষ্ট হলো। জামিন পাবার পর উত্তম সরদারের উত্তর চব্বিশ পরগনা জেলায় ঢোকা নিষেধ ছিল। শনিবার তাকে হাতিশালা থেকে গ্রেফতার করা হয়।
আদালতের রায়ে চাকরি গিয়েছে। ৭ বছর শিক্ষকতা করার পর চাকরি খুইয়ে আবার নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে। কিন্তু না একাদশ-দ্বাদশ, না নবম-দশম, কোনওটিতেই ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশনের তালিকায় নাম ওঠেনি তাঁদের। অকূলপাথারে SSC-র অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া চাকরিহারারা। এরপর কী হবে? ভেবেই শিউরে উঠছেন তাঁরা।
ওসিদের এক হাত ও এক পা ভেঙে দেওয়ার দাওয়াই দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক। বললেন, বাঁচার চেষ্টা করবে, কিন্তু তৃণমূলকে বাঁচাতে যাবে না। পরিবর্তন যাত্রা থেকে শীতল কপাটের গলায় শোনা গেল হুমকির সুর। পাল্টা এসেছে তৃণমূলের তরফে।
জমি বিবাদে বাবাকে হাতের কাছে না পেয়ে নাবালিকা মেয়েকে ঘুম থেকে তুলে গুলি করে খুন! হাড় হিম করা ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রতিবেশী এখনও অধরা।
অস্ট্রেলিয়ায় জঙ্গি হানা, ২ বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, নিহত ১৬
সিডনির বন্ডি বিচে একটি অনুষ্ঠানে হামলা ২ বন্দুকবাজের
গুলিতে নিহত ১৬ জন, ২ পুলিশকর্মী-সহ আহত আরও অনেকে
পাল্টা গুলিতে মৃত এক বন্দুকবাজ, গ্রেফতার অন্য আততায়ী
'২ আততায়ীর মধ্যে এক জন পাকিস্তানের নাগরিক নাভিদ আক্রম'
'পাক নাগরিক নাভিদ আক্রম ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন'
সিডনির আল মুরাদ ইনস্টিটিউটেও পড়াশোনা করেছে নাভিদ, দাবি তদন্তকারীদের
হেভিওয়েটদের ছবি তোলার হিড়িকের চোটেই গোটা অনুষ্ঠান পণ্ড হওয়ার অভিযোগ। যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে মেসির সঙ্গে নেতা-মন্ত্রীর পরিবারের সদস্যদের ছবি দেখিয়ে দেখিয়ে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা অশোক দিন্দার ছবি দেখিয়ে সরব হয়েছে তৃণমূল।
Messi Show Chaos: স্টেডিয়ামে ঢুকল জলের বোতল, নজরে এল না পুলিশের!
স্টেডিয়ামে ঢুকল জলের বোতল, নজরে এল না পুলিশের!
'পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল, খাবার ঢোকানো হয়েছিল'
'সকালে নজর এলেও, তখন আর বাধা দেওয়া হয়নি'
যুবভারতীকাণ্ডে বিতর্কের মুখে আজব সাফাই পুলিশের: সূত্র
৮ বছর ধরে যুবভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ
তাহলে কী করে গ্যালারিতে বিক্রি হল দেদার জলের বোতল?
কী করে মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলতে এত 'অনুপ্রবেশ'?
যুবভারতীকাণ্ডে পরতে পরতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
West Bengal Update: মঙ্গলকোটে ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! প্রকাশ্য়ে এল চাঞ্চল্য়কর তথ্য়
মঙ্গলকোটে ছয় বছর বয়সে ২ ছেলের বাবা!
৬৩ বছর বয়সি বাবার, ৫৯ ও ৫৮ বছরের ছেলে!
মঙ্গলকোটে প্রকাশ্য়ে এল চাঞ্চল্য়কর তথ্য়
'আমার বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন'
ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশের নাগরিক সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি
অভিযোগে সরব সরোজ মাঝির আসল ছেলে অনুপ মাঝি
'২০০৬ সালে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব'
আমরা বাংলাদেশের নাগরিক, দাবি দুই অভিযুক্তের
যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএমের






















