West Bengal Live Blog: 'মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন', ফের হুঙ্কার মিঠুনের, কটাক্ষ তৃণমূলের
West Bengal News Live: কোথায় কী হচ্ছে? সব খবর দেখে নিন এক নজরে।
LIVE

Background
কলকাতা: 'বিহারে ৭ কোটি ২৩ লক্ষ জন ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে আস্থা জানিয়েছেন', নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনও পর্যন্ত বিহারে ৯৯ দশমিক ৮ শতাংশ ভোটার বিশেষ সংশোধনীতে অংশ নিয়েছেন, নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনও পর্যন্ত বিশেষ সংশোধনীর ফর্ম গ্রহণ করেছেন ৭ কোটি ২৩ লক্ষ ভোটার, নির্বাচন কমিশন সূত্রে খবর।
এবার কি বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন? বিহারের পর বাংলা? BLO-দের ট্রেনিং ঘিরে জল্পনা। কলকাতা-সহ জেলায় জেলায় BLO-দের ট্রেনিং। চলছে ট্রেনিং, ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচনী আধিকারিক। 'এরকম ট্রেনিং রাজ্যে এই প্রথম, দিল্লিতেও প্রশিক্ষণ। কমিশন বললে রাজ্যেও ভোটার তালিকা সংশোধন', বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন-জল্পনায় মন্তব্য CEO-র। আজ পূর্ব বর্ধমানের BLO-দের প্রশিক্ষণ, কাল কলকাতার।
বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে সংসদে আজও প্রতিবাদ বিরোধীদের। সংসদভবনের বাইরে SIR লেখা কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিরোধী সাংসদদের। সংসদভবন চত্বরে একজোট প্রতিবাদ বিরোধীদের। বিক্ষোভ উত্তাল সংসদের দুই কক্ষ ও পাটনা বিধানসভা। আগামী সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি।
বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক পরিযায়ী শ্রমিক। বনগাঁর যুবক নাজমুল সর্দারকে আটক করল হরিয়ানা পুলিশ। ১৯ জুলাই কাজ থেকে ফেরার পথে আটক যুবক। প্রমাণপত্র দেখাতে চাইলেও হরিয়ানা পুলিশ তা নাকচ করে বলে অভিযোগ। বনগাঁ পুলিশের তৎপরতায় ছাড়া পেল ওই যুবক ছাড়া পাওয়ার পরও আতঙ্কিত যুবক, কাজ ছেড়ে বাড়ি ফেরার অপেক্ষায় যুবক।
নানুর থানা এলাকায় এক মাসে ৩ নাবালিকা নিখোঁজ! আর এর মধ্যেই গতকাল রাতে নানুরের একটি গ্রামের ধানক্ষেতে একজনের পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে ওই দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মৃতের মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। দেহের বিভিন্ন অংশে কঙ্কাল বেরিয়ে এসেছে এবং পরনের পোশাকের কিছু অংশ দেহে লেগে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিখোঁজ ৩ নাবালিকার মধ্যে একজনের পরিবারকে পুলিশ পচাগলা ওই দেহটি দেখিয়েছে। গত ১৯ জুলাই টিউশন পড়তে বেরিয়ে ওই নাবালিকা আর বাড়ি ফেরেনি। ২১ জুলাই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। ওই নাবালিকার বাড়ির কিছুটা দূরেই উদ্ধার হয় পচাগলা দেহ।
'মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন',আরামবাগে গিয়ে বিজেপি কর্মীদের সামনে হুঙ্কার মিঠুনের। 'এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই', আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর।
বিহারে এসআইআর, বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ইঙ্গিত। 'ভোটার তালিকা সংশোধন হলে চুরি বন্ধ হবে, ভুয়ো ভোট বন্ধ হবে। রাজ্যকে মানতেই হবে। এরা কারা ? যারা যারা এসেছে, তারা কোথা থেকে এসেছে ? বাংলার কাউকে বাদ দিলে আমরাও প্রতিবাদ করব।
Water Logging: নিম্নচাপের জেরে বৃষ্টিতে জল জমে ভোগান্তির শিকার সাধারণ মানুষ
নিম্নচাপের জেরে বৃষ্টিতে জল জমে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেল জলা জমার ছবি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ৭দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Voter List: বিহারের পর পশ্চিমবঙ্গে কি শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন?
বিহারের পর পশ্চিমবঙ্গে কি শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? এই জল্পনার মধ্যেই রাজ্যে শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। দিল্লি এবং এ রাজ্যে দুই জায়গাতেই ট্রেনিং চলছে। আগে কোনওদিনও এই ট্রেনিং হয়নি। এটা হলে ভোটার তালিকার বিশেষ সংশোধনে সুবিধা হবে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।






















