West Bengal LIVE News Updates: স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার
WB News LIVE Updates: রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবর দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: রাজ্যে আরও পাঁচটি পাওয়ার প্লান্ট তৈরি হবে। সোমবার রাজ্য় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পাঁচটি পাওয়ার প্লান্টের মধ্যে একটি পাওয়ার প্লান্ট তৈরি হবে পিপিপি মডেলে। এই পাওয়ার প্লান্টটি হবে ১ হাজার ৬০০ মেগা ওয়াটের। এই মুহূর্তে রাজ্যে যে পাওয়ার প্লান্টগুলি সক্রিয় রয়েছে, সেগুলি হল--- সাগরদিঘি, বক্রেশ্বর, দুর্গাপুর, সাঁওতালডিহী, ব্যান্ডেল ও কোলাঘাট।
পুজোর মুখে বন্য়া পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু গরিব মানুষ। বিভিন্ন জেলা থেকে সামনে এসেছে ত্রাণ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ। এই পরিস্থিতিতে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে, বন্য়া দুর্গত এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, যাঁদের এলাকায় বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে, তাঁরা এলাকা ছেড়ে যাবেন না। যে মন্ত্রীদের এলাকায় বন্য়া পরিস্থিতি তৈরি হয়নি, তাঁদের উদ্দেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দেন, দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহে নজর দিতে।
West Bengal News LIVE Updates: দ্রুত ন্যায়বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি চিকিৎসকদের
ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। ৮ ঘণ্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত চিকিৎসকদের। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত, দাবি চিকিৎসকদের। দ্রুত ন্যায়বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি চিকিৎসকদের। মোট ১০ দফা দাবি পেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের।
WB News LIVE Updates: স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার
কমিটিতে চিকিৎসক দেবযানী বন্দ্যোপাধ্যায়, যোগীরাজ রায়। কমিটিতে চিকিৎসক সঞ্জীব চক্রবর্তী, সুনেত্রা কবিরাজ রায়। কমিটিতে চিকিৎসক দেবব্রত দাস, সামর্থ্য পুলাই। রোগী কল্যাণ সমিতিতে কারা কারা সদস্য? তা নিয়েও বিজ্ঞপ্তি সরকারের। সমিতিতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মনোনীত ২জন ডিন, এমএসভিপি। রোগী কল্যাণ সমিতিতে সিনিয়র, জুনিয়র রেসিডেন্ট ডক্টর্সদের ২জন প্রতিনিধি। রোগী কল্যাণ সমিতিতে নার্সদের একজন প্রতিনিধি এবং একজন জনপ্রতিনিধি।
West Bengal News LIVE Updates: সাগর দত্ত মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি স্পেশাল ব্রাঞ্চ
আর জি কর-আবহেই শুক্রবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে ওয়ার্ডে ঢুকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনা ঘটে। এরপর ৪দিন পার। নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই প্রেক্ষাপটেই আজ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি স্পেশাল ব্রাঞ্চ।
WB News LIVE Updates: স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার
স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার। স্বাস্থ্য নিয়ে অভিযোগ শোনার জন্য বিশেষ কমিটি। এসএসকেএমের চিকিৎসক সৌরভ দত্তের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি।
West Bengal News LIVE Updates: কলকাতা মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
কলকাতা মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। ল্যাবে কিট দুর্নীতি ও ক্রিটিক্যাল কেয়ার বেড বিক্রির অভিযোগে তদন্ত। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় ছাড়াও প্যাথলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষ। মেডিসিন ও ফরেন্সিক বিভাগের তরফে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন। আর জি কর মেডিক্যালের সঙ্গে কলকাতা মেডিক্যালেরও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়।