West Bengal News LIVE Updates: ফের শহরে আগুন, এবার পাম অ্যাভিনিউয়ের স্কুলে
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা, সব খবরের আপডেট দেখতে থাকুন...

Background
কলকাতা: ফের শহরে আগুন, এবার পাম অ্যাভিনিউয়ের স্কুলে। পাম অ্যাভিনিউয়ে অশোকা হল গার্লসে আগুন। স্কুল বন্ধ থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
Birbhum News: বারুদের স্তূপে বীরভূম, বালি-বখরায় বোমাবাজি!
বারুদের স্তূপে বীরভূম, বালি-বখরায় বোমাবাজি! বেআইনি বালি ঘাটের বখরায় ধুন্ধুমার, একজন আহত। কাঁকরতলায় ২ পক্ষের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি। 'বালির বখরা নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। কেষ্ট-কাজলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, দাবি বিজেপির। দুষ্কৃতীদের ২ গোষ্ঠীর সংঘর্ষ, তৃণমূল-যোগ উড়িয়ে দাবি কাজল শেখের। কাঁকরতলায় বোমাবাজির অভিযোগে ৭জন আটক: পুলিশ সূত্র
RG Kar News: 'সন্দীপ ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ'
'সন্দীপ ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ। প্রশাসনের অভ্যন্তরে এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে তার প্রভাব সুদূরপ্রসারী', এই ধরনের দুর্নীতি স্বাস্থ্যব্যবস্থা ও প্রশাসনকে দূষিত করে, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। 'এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার হলে মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ে', মন্তব্য হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর। 'কালকের মধ্যে সমস্ত নথির স্ক্যান করা কপি অভিযুক্তদের দেবে সিবিআই'
নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা, জানাল হাইকোর্ট। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি






















