West Bengal News LIVE Updates: রাত বাড়তেই বিকাশ ভবনের সামনে চড়ল পারদ, পুলিশের অ্যাকশনে রক্ত ঝরল চাকরিহারা শিক্ষকদের
WB News LIVE Updates: দেশ থেকে রাজ্যের সব খবরের আপডেটস...

Background
চাকরিহারাদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। মেন গেট ভেঙে বিকাশভবনের ভিতরে ঢুকে গেলেন চাকরিহারারা। বিকাশভবনের ভিতরে ঢুকতে গেলে চাকরিহারাদের বাধা পুলিশের, মেন গেট ভেঙে ঢুকলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, ধস্তাধস্তিতে অসুস্থ এক মহিলা। ভেঙে ফেলা হল বাইরের দরজার আরও একটি পাল্লা
Teachers Recruitment: হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ই-মেলে অভিযোগ আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়ের
চাকরিহারা শিক্ষকদের ওপর বিধাননগর পুলিশের লাঠিচার্জ। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ই-মেলে অভিযোগ আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়ের। বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক আদালত, আর্জি আইনজীবীর। শুক্রবার এই নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ
Teachers Protest: চাকরিহারাদের পাশে জুনিয়র ডক্টর্স ফোরাম
সকাল থেকে রাত। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। মেন গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এরপর রাতে লাঠিচার্জ করে, গলাধাক্কা দিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। চাকরিহারাদের পাশে জুনিয়র ডক্টর্স ফোরাম.






















