LIVE Updates: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার
West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...
LIVE
Background
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় দিল্লির ৩ মতিলাল নেহরু মার্গে তাঁর বাসভবনে। আজ সকালে সেখানে পৌঁছন নরেন্দ্র মোদি, অমিত শাহ।
West Bengal News LIVE Updates: বদলি করা হল নন্দীগ্রামের IC অনুপম মণ্ডলকে
১৮ দিনের মধ্যে ২ তৃণমূল কর্মী খুন, বদল নন্দীগ্রামের IC। বদলি করা হল নন্দীগ্রামের IC অনুপম মণ্ডলকে। অপসারিত অনুপম মণ্ডলকে পাঠানো হল DIB-তে। পরপর তৃণমূল কর্মী খুনের জেরেই কি IC বদল? উঠছে প্রশ্ন। রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের
Terrorist in bengal: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার
অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার জঙ্গি শাহিনুর ইসলাম। ধৃতের কাছ থেকে উদ্ধার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জঙ্গি সংক্রান্ত দুটি বই। এর আগে অসম STF-এর জালে ধরা পড়ে আনসারুল্লা বাংলা টিমের ১০ জঙ্গি
West Bengal News LIVE Updates: ডোরিনা ক্রসিংয়ে অবস্থানে শিক্ষকরা
হাইকোর্টে নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৭ জানুয়ারি পরবর্তী শুনানির আগে পথে ২০১৬-র প্যানেলের SLST শিক্ষক-শিক্ষিকারা। অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি ও রাজ্য সরকার, দাবি শিক্ষক-শিক্ষিকাদের। ডোরিনা ক্রসিংয়ে অবস্থানে শিক্ষকরা।
Dengue News: মাঝ ডিসেম্বরেও কমছে না ডেঙ্গির প্রকোপ
মাঝ ডিসেম্বরেও কমছে না ডেঙ্গির প্রকোপ। রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৩০ হাজার পার। মাঝ ডিসেম্বরে শেষ ২ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১২৮৬ জন। আক্রান্তদের বেশিরভাগই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ৩০৮০৮, রিপোর্ট স্বাস্থ্য দফতরের। সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি পজিটিভের রিপোর্ট এসেছে ২৪১১৮ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে ৬৬৯০ জনের।
Arjun Singh: জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ
জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, ২ জানুয়ারির পর যে কোনও দিন দেখা করবেন, উল্লেখ চিঠিতে। অর্জুন সিংহ বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ করায় অর্জুন সিংহর বিরুদ্ধে FIR করে তৃণমূল কংগ্রেস। ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আজ অর্জুন সিংহকে থানায় তলব করে পুলিশ