West Bengal Live Updates: সীতারাম ইয়েচুরির পর ফের একবার অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম
West Bengal Live News Updates: জেলা থেকে শহর, রাজনীতি থেকে আবহাওয়া, পশ্চিমবঙ্গের সমস্ত খবর দেখে নেওয়া যাক এক ঝলকে
LIVE
Background
কলকাতা: ২৩ ঘণ্টা পার, রেশন দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশি ইডির। একযোগে ৪ জেলার ১৬ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। কলকাতা, উঃ ২৪ পরগনা, হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি। এজেসি বোস রোড: অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আটার প্যাকেজিং সংস্থায় তল্লাশি। বনগাঁ: বাকিবুর-যোগের খোঁজে 'সাহা' ব্রাদার্সের চালকলে তল্লাশি। বনগাঁ: হোটেলে হানার সঙ্গে ৩ মালিকের বনগাঁর কালুপুর চালকলেও এজেন্সির অভিযান। সল্টলেক: বনগাঁর আটা কলের মালিক মন্টু, কালীদাস, মনোতোষ সাহার হোটেলে হানা। রহড়া: জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক প্রাক্তন পিএ তাপস বিশ্বাসের বাড়িতে ইডি । হাওড়া: ডোমজুড় ও উলুবেড়িয়াতেও অঙ্কিত ইন্ডিয়ার আটাকলে তল্লাশি। রেশনের আটা এনে প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি হত, ইডি সূত্রে দাবি।
রেশন দুর্নীতিতে এবার ED-র নজরে বনগাঁর সাহা ব্রাদার্স। ED সূত্রে দাবি, ২০১৯ সালে মাত্র ৩ মাসে ৩টি কোম্পানি খোলেন এরা। শনিবার তাঁদের চাল কল, আটা কল, বাড়ি ও অফিসে তল্লাশি চালাল ইডি। ৩ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, রেশন বন্টন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে উঠে আসে মন্টু সাহা, কালীদাস সাহা ও মনোতোষ সাহার নাম।
৩ বছরে ৪টে কোম্পানি!তার মধ্য়ে, পরপর ৩ মাসেই ৩টে কোম্পানি! ইডি সূত্রে দাবি, ধৃত ব্যবসায়ী বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মিলেছে, বনগাঁর 'বাকিবুর' সাহা ব্রাদার্সের! রেশন দুর্নীতিতে এবার ED-র নজরে বনগাঁর এই থ্রি মস্কেটিয়ার্সের কারনামা। রেশন দুর্নীতির তদন্তে শনিবার একযোগে উত্তর ২৪ পরগনা, কলকাতা, নদিয়ার একাধিক ঠিকানায় হানা দেয় ED. বনগাঁর কালুপুরের এই চাল কল, আটা কলেও তল্লাশি চালায় ED। সূত্রের দাবি, এর দুই মালিক - কালীদাস সাহা ও মন্টু সাহা। শনিবার, বনগাঁর ১৫ নম্বর ওয়ার্ডে তাঁদের কোড়ারবাগানের বাড়িতে পৌঁছে যায় ইডি। ED সূত্রে দাবি, সল্টলেকের সেক্টর ফাইভের হোটেলে যৌথ মালিকানা রয়েছে এই দুজনের। রাধাকানহাইয়া হোটেলস প্রাইভেট লিমিটেডের আরেক মালিকের নাম মনোতোষ সাহা। বনগাঁ বাসস্ট্য়ান্ডের কাছে মনোতোষের অফিসেও তল্লাশি চালায় ইডি।
ইডি সূত্রে দাবি, ব্যবসায়ী বাকিবুর রহমানের মতোই দাপুটে ব্যবসায়ী কালীদাস। কালীদাস ও তাঁর ২ ভাইকে এদিন ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ ED। ইডি সূত্রে দাবি, রেশন বন্টন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে উঠে আসে মন্টু সাহা, কালীদাস সাহা ও মনোতোষ সাহার নাম। সম্পর্কে তাঁরা ৩ ভাই। ইডি সূত্রে দাবি, বাকিবুরের মতোই এই ৩ জনও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ । বাকিবুরকে যে চিনতেন, সেকথাও এদিন মেনে নেন ব্যবসায়ী কালীদাস সাহা। সূত্রের খবর, ২০১৯-এর ৩ জুলাই থেকে রাধা কানহাইয়া অ্যাগ্রো ফ্লাওয়ার মিল প্রাইভেট লিমিটেডের যৌথ ডিরেক্টর মন্টু সাহা, কালীদাস সাহা ও মনোতোষ সাহা। তার পরের মাসেই এই ৩জন তৈরি করেন রাধা গোপাল অ্যাগ্রো রাইস মিল প্রাইভেট লিমিটেড। ২০১৯-এর ১৭ সেপ্টেম্বর আবার রাধা কানহাইয়া জেমস্ অ্যান্ড জুয়েলারি এলএলপি নামক সংস্থা খোলেন সাহা ব্রাদার্স। ২০২১-র ১৩ এপ্রিল রাধা কানহাইয়া হোটেলস প্রাইভেট লিমিটেডের যাত্রা শুরু করে। এখানেই প্রশ্ন উঠছে, মাত্র ৩ মাসের মাথায় কীভাবে এই বিপুল লগ্নি করা সম্ভব হল? কোথা থেকে এল এত টাকা? ইডি সূত্রে দাবি, রেশনের গম-আটা খোলাবাজারে বিক্রি করে বিপুল টাকা উপার্জন করা হত। যে টাকার লভ্য়াংশ যেত প্রভাবশালীদের কাছেও। এখানেই প্রশ্ন উঠছে, সেই দুর্নীতির টাকাতেই কি এতগুলো প্রাইভেট কোম্পানি খোলা হয়েছিল? ED সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশিতে হদিশ মেলে মেরুন ডায়েরির। যেখানে উল্লেখ ছিল 'বালুদা' নামের। ED সূত্রে দাবি, এই ডায়েরিতে এমন অনেকের নাম রয়েছে যাদের কাছ থেকে টাকা যেত ও টাকা আসত। ED সূত্রে দাবি,সাহা ব্রাদার্সের মিলের সামগ্রী যেত উত্তর ২৪ পরগনা ছাড়াও নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়। এদিন, নদিয়ারও একাধিক জায়গায় তল্লাশি চালায় ED।
West Bengal News Live Updates: দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে নিশানা করলেন ভাইপোবাদ নিয়ে। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। সম্পত্তি ইস্যুতে এদিনও বাগযুদ্ধে জড়িয়েছে দু'পক্ষ।
WB News Live Updates: শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা, প্রায় ২ মাস ধরে চলবে সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচি
দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইনশৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা। রবিবার তৃতীয় দিনে মিছিল পৌঁছেছে জলপাইগুড়িতে। প্রায় ২ মাস ধরে চলবে সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচি।
West Bengal News Live Updates: রেশন প্রকল্প বাড়ানোর মধ্য়ে দিয়েই কি, ৫ রাজ্য়ে বিজেপির জয় নিশ্চিত করতে মরিয়া চাল দিলেন প্রধানমন্ত্রী?
রেশন প্রকল্প বাড়ানোর মধ্য়ে দিয়েই কি, ৫ রাজ্য়ে বিজেপির জয় নিশ্চিত করতে মরিয়া চাল দিলেন প্রধানমন্ত্রী? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এনিয়ে, বিজেপিকে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। সিপিএম- কংগ্রেস দাবি করছে, মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই রেশনের মতো নূন্যতম সরকারি পরিষেবাকে হাতিয়ার করে ভোটে জিততে চাইছেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
WB News Live Updates: শনিবারের পর রবিবার, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে জারি ইডি-র তল্লাশি অভিযান
শনিবারের পর রবিবার। রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে, আজও হাওড়ায় অঙ্কিত গ্রুপের রাইসমিলে তল্লাশি চালালেন ED অফিসাররা। সকালে কলকাতায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিসে শেষ হয় তল্লাশি। সরকারি নিয়মে রেশন বণ্টনের পাশাপাশি, সমান্তরাল ভাবে চলছিল অবৈধ কারবার। দাবি করা হচ্ছে ইডি সূত্রে।
West Bengal News Live Updates: চারু মার্কেটে ফ্ল্যাটে ঢুকে লুঠের পর বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
চারু মার্কেটে ফ্ল্যাটে ঢুকে লুঠের পর বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তবে এখনও লুঠ হওয়া গয়না উদ্ধার করা যায়নি।