West Bengal Live Updates: ফের শিরোনামে আরজি কর, ফের পড়ুয়ার মৃত্যু! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বিতর্ক
West Berngal Live Blog: কোথায় কী হচ্ছে? দেশ থেকে রাজ্য, সব খবর জেনে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: আর জি কর-এ অভয়া মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও, স্মৃতি টাটকা সকলেরই। এরই মধ্যে ফের চিকিৎসক-পড়ুয়ার রহস্যমৃত্যু। মালদায় আর জি কর মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর জি কর মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্রীর রহস্যমৃত্যু নিয়ে নানা প্রশ্নও উঠছে। তবে প্রেমিকের বিরুদ্ধেই এই খুনের অভিযোগ মৃতার পরিবারের। প্রেমিক নিজেও মালদা মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া। মৃতার পরিবারের দাবি, 'মেয়ে মালদা মেডিক্যালে ভর্তি রয়েছে বলে ফোন আসে। মালদা মেডিক্যালে গিয়ে দেখি মেয়ের মুখ দিয়ে কিছু একটা বেরোচ্ছিল। প্রেমিক জোর করে কিছু খাইয়ে দিয়েছে, বলে জানায় মেয়ে'। মেয়ের মা বলেন, 'মুখের মধ্যে মনে হচ্ছিল ট্যাবলেট ছিল। আমার মনে হচ্ছে কেউ ওকে জোর করে খাইয়ে দিয়েছে। আমি যতটা জেনেছি ওদের দু'জনের মধ্যে কোনও ঝামেলা, ঝগড়া হয়েছিল। এরপরই হয়তো জোর করে ওঁকে কিছু খাইয়ে দিয়েছিল। সেটা আমি কিছুই আর জানতে পারছিলাম না। ওঁরা লুকিয়ে বিয়েও করেছিল। তবে মেয়ে বারবার বলেছিল রেজিস্ট্রি ম্যারেজ করতে। চাপও দিয়েছিল। সেই কারণেও হয়তো কিছু করে থাকতে পারে। কারণ ওই ছেলেটি ওঁকে এড়িয়ে চলার চেষ্টা করছিল।'
অন্যদিকে, কখনও ব্যস্ত সময়ে বেহাল পরিষেবা, কখনও ভিড়ের চাপে রেক-এ উঠতে না পারা, কলকাতা মেট্রোয় ক্রমেই বাড়ছে ভোগান্তি। এর পাশাপাশি রেক ও পর্যাপ্ত কর্মীর অভাবের অভিযোগ। এরইমধ্য়ে শুক্রবার দক্ষিণেশ্বরে ঘটে গেল মারাত্মক ঘটনা। সহপাঠীর হাতে স্কুল পড়ুয়া খুন। যেখানে বেআব্রু হয়ে গেল মেট্রো স্টেশনের নিরাপত্তাও। ৩ মিনিটে শিয়ালদা থেকে ধর্মতলা। হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে যাওয়া যাচ্ছে মাত্র ১১ মিনিটে। মাত্র ৩৩ মিনিটে হাওড়া থেকে সেক্টর ফাইভ। গতমাসেই কলকাতা মেট্রোয় নতুন দিগন্ত খুলে গেছে। কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেহাল পরিষেবা, যাত্রী অসন্তোষ। অভিযোগ, কখনও দিনের ব্য়স্ত সময় বিঘ্নিত হচ্ছে পরিষেবা। কখনও ভিড়ের ঠ্য়ালায় মেট্রোয় উঠতেই পারছেন না যাত্রীরা। গত বুধবারই... দীর্ঘক্ষণ ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম অবধি রুটে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। বৃহস্পতিবারও কবি সুভাষ থেকে মেট্রো রেক ঘোরাতে কার্যত হয়রান হতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। তার আগে, মেট্রো রেলের ট্র্য়াকে জল ঢুকে পড়া থেকে শুরু করে, নিত্য়নতুন ঝঞ্জাট তো ছিলই। আর মাত্র ১৫ বছরেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একের পর এক পিলারে ফাটল দেখা দিয়েছে। যার জেরে অনির্দিষ্টকালের জন্য় বন্ধ হয়ে গেছে এই স্টেশন থেকে মেট্রো পরিষেবা। ফলে, ব্রিজি স্টেশন থেকে রেক ঘোরাতে গিয়ে মারাত্মক সমস্য়ায় পড়তে হচ্ছে।
SSC Update: 'এটা আমাদের জীবন রক্ষার পরীক্ষা', মন্তব্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের
রাজ্য সরকারের দুর্নীতির জন্য আমাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দিতে এসে মন্তব্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের।
West Bengal News: নলহাটিতে বেআইনি খাদানের বলি ৬, গ্রেফতার খাদান মালিক
নলহাটিতে বেআইনি খাদানের বলি ৬, গ্রেফতার খাদান মালিক
গ্রেফতার বেআইনি পাথর খাদান মালিক ভুলু ঘোষ
কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি খাদানের রমরমা?
নলহাটির পাথর খাদানে ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন
ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে FIR রুজু






















