Babul Supriyo: দরদর করে ঘাম, চিনচিনে ব্যথা বুকে, হাসপাতালে বাবুল সুপ্রিয়
Babul Supriyo Ill:রবিবার বিকেল থেকে বুকে চিনচিনে ব্যথা অনুভব করছিলেন বলে জানা গিয়েছে।

কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাবুল সুপ্রিয় (Babul Supriyo Ill)। আচমকা বুকে ব্যথা অনুভব করেন। তার পরই ঘামতে শুরু করেন দর দর করে। তাতেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। রবিবার বিকেল থেকে বুকে চিনচিনে ব্যথা অনুভব করছিলেন বলে জানা গিয়েছে। সোমবার ভর্তি করতে হয় হাসপাতালে (Babul Supriyo)।
রবিবার বিকেল থেকে বুকে চিনচিনে ব্যথা অনুভব করছিলেন বাবুল
এই মুহূর্তে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন বাবুল। হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইসিজি-তে সামান্য ওঠানামা দেখা গিয়েছে। তবে ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট স্বাভাবিক। বাবুলের করোনারি অ্যাঞ্জিথেরাপি করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। অত্যন্ত দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করা হয়। তাতে করোনারা আর্টারি ডিজিস ধরা পড়েছে, তবে প্রাথমিক পর্যায়ে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওষুধেই রয়েছেন বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল। সোমবারই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।
উডল্যান্ডসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন বাবুল। চিকিৎসকরা জানিয়েছেন, বুকে ব্যথা এবং দরদর করে ঘামতে শুরু করলে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন বাবুল। তাঁর এই সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করছেন তাঁরা।
If GOD or an Almighty really existed, tell me why HE would allow this to happen to a 2-month old.. just a question seeking an answer @SadhguruJV @SriSri I know there won't be anything 'logical' though pic.twitter.com/gDRMTshp4M
— Babul Supriyo (@SuPriyoBabul) February 13, 2023
এ দিন সকালেও ট্যুইটারে সক্রিয় ছিলেন বাবুল, আর এ দিনই ভর্তি হন হাসপাতালে
দশ ঘণ্টা আগেও যদিও ট্যুইটারে সক্রিয় ছিলেন বাবুল। তুরস্কের ভূমিকম্প পরিস্থিতি নিয়ে ট্যুইট করেছিলেন তিনি। ১২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পরও ২ মাস বয়সি এক শিশুকে জীবন্ত উদ্ধার করার একটি খবর পোস্ট করেন। তাতে লেখেন, 'সর্বশক্তিমান ঈশ্বর যদি সত্যিই থাকে, ২ মাসের শিশুর সঙ্গে এমন হতে দিলেন কী করে! মনে এই প্রশ্নটা ঘুরছে, তাই জিজ্ঞেস করলাম। যদিও যুক্তিযুক্তি কিছু বেরিয়ে আসবে না জানি'। lতার পরই বাবুলের অসুস্থতার খবর সামনে এল।






















