Partha Chatterjee Live : অর্পিতার ফ্ল্যাটে বিপুল টাকার হদিশ, উদ্ধার প্রায় ২০ কোটি
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য। পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি।
LIVE
Background
কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা। কী বলবেন?
পার্থ চট্টোপাধ্যায়: ঠিক বলেছেন।
ভুবনেশ্বর থেকে কলকাতায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের মন্তব্যের প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবারই ভুবনেশ্বর AIIMS জানায়, পার্থ চট্টোপাধ্যায়েরর (Partha Chatterjee ) শারীরিক অসুস্থতা গুরুতর নয়।
তাই হাসপাতালে ভর্তিরও প্রয়োজন নেই। আর এক্ষেত্রেই নানা মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি SSKM-এ পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল? তাই কি পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে AIIMS এর সঙ্গে SSKM এর ভিন্ন মত? যদিও, এমনটা মানতে নারাজ SSKM’এর চিকিৎসক।
চিকিত্সক তুষারকান্তি পাত্র জানান, শনিবার ইডির কাছ থেকে যখন আসে, তাঁর হার্ট রেট আনস্টেবল। উনি প্রায় ৩৬ ঘণ্টা ট্রিটমেন্ট পেয়েছেন। তাই দুটো পরিস্থিতি আলাদা।
সোমবার রাতেই ভুবনেশ্বর AIIMS-এ পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ কেবিন থেকে সরিয়ে, নিয়ে যাওয়া হয় হাসপাতালের অতিথিভবনে।
অতিথি ভবনে রাত কাটিয়ে, ভোরবেলা, ভুবনেশ্বর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
তবে এবার আর অ্যাম্বুল্যান্স নয়, ED’র গাড়িতেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাঁকে। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছয় পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। আগে থেকেই এয়ারপোর্টে উপস্থিত ছিলেন আমাদের আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়।
ভোর ৫ টা ৪০-এ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ফ্লাইট। তাঁর সঙ্গে কলকাতায় ফেরেন, তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত, এসএসকেএমের চিকিত্সক তুষারকান্তি পাত্র ও ED’র তদন্তকারী অফিসার মিথিলেশকুমার মিশ্র।
কলকাতায় সকাল ১০টা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী অফিসাররা।
পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ED সূত্রে খবর।
Arpita House ED Investigation : অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকার ছবি ট্যুইট করে কী লিখলেন দিলীপ
এদিন অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকার ছবি ট্যুইট করে তিনি লেখেন, ‘অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ৩৫ কোটির সম্পত্তি উদ্ধার। তৃণমূল সাংসদ সৌগত রায়ও আসতেন এই আবাসনে। আবাসনে অফিসও আছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের’! আস্তে আস্তে তৃণমূল নেতাদের কালো মুখোশ খুলে যাচ্ছে।
Partha Chatterjee Live : কসবার রাজডাঙা মেন রোডে ভুয়ো ঠিকানায় সংস্থা চালানোর অভিযোগ উঠেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে
কসবার রাজডাঙা মেন রোডে ভুয়ো ঠিকানায় সংস্থা চালানোর অভিযোগ উঠেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিন, সেই ইচ্ছে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থার অফিসেও তল্লাশি চালান ED’র অফিসাররা।
Partha Chatterjee Live : টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, ট্যুইটে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে?’ ‘হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে? বেলঘরিয়া না টালিগঞ্জ?’ ‘পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়..’
টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, ট্যুইটে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
Arpita House ED Investigation : অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার
টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার: ইডি। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা! টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির পরে বেলঘরিয়ায় ১৫ কোটির হদিশ! অর্পিতার ফ্ল্যাটে ২ হাজার, ৫০০ টাকার নোটের ১৫ কোটি টাকার হদিশ।
Partha Chatterjee Live : বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি
SSC দুর্নীতির অভিযোগে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা ED হেফাজতে। এই প্রেক্ষাপটে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি। শিয়ালদা, হাওড়া, পার্ক সার্কাস... তিন জায়গা থেকে মিছিল। গন্তব্য ছিল ধরমতলার SSC চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চ