MLAs Salary Hike : 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ চাইলেই ভাঁড়ার শূন্য, কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে' প্রশ্ন যৌথ সংগ্রামী মঞ্চের
Government Employees : রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন।
![MLAs Salary Hike : 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ চাইলেই ভাঁড়ার শূন্য, কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে' প্রশ্ন যৌথ সংগ্রামী মঞ্চের West Bengal MLAs Salary Hike announcement faces strong condemn from government employees MLAs Salary Hike : 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ চাইলেই ভাঁড়ার শূন্য, কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে' প্রশ্ন যৌথ সংগ্রামী মঞ্চের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/80778d30038727ad728f9ad0f96b797a169408396568452_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে ঘোষণা করেছেন। আর যারপরই ডিএ আন্দোলনে বসা রাজ্য সরকারি কর্মীদের একাংশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি যে ঘোষণার প্রেক্ষিতে নতুন করে কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করেছেন তাঁরা।
যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলেছেন,'রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ চাইলেই জানানো হয় ভাঁড়ার শূন্য। তাহলে কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে ?' তাঁর আক্রমণ, রাজ্যের সরকারি কর্মীদের, খেটে-খাওয়া মানুষদের প্রাপ্য অর্থ তাঁরা পাননা। বাড়ে না মজুরি। কিন্তু তেলা মাথায় তেল ঠিক পড়ে।
প্রসঙ্গত, বিধায়কদের বেতন ছিল ২১ হাজার টাকা, ভাতা ৬০ হাজার টাকা। যার ফলে বিধায়করা পেতেন মোট ৮১ হাজার টাকা। সেখান থেকে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির পর বিধায়করা (MLA Salary) এবার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। যে ঘোষণার পরই রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন।
সরকারি কর্মীদের একাংশের দাবি, কর্মীদের জন্য বরাদ্দ বাবদ কেন্দ্র থেকে প্রাপ্য কোনও অর্থ বাকি নেই বলেই জানিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেক্ষেত্রে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও হয়েছে ৬৪ হাজার কোটি। বাকি ৯ হাজার কোটি টাকার হিসেব কোথায়, সে সম্পর্কে রাজ্য সরকার কোনও পরিষ্কার তথ্য সামনে আনেনি বলেই দাবি তাঁদের।
২২৪ দিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশের ডিএ চেয়ে আন্দোলন জারি রয়েছে বলেই দাবি তাঁদের। আর মন্ত্রী-বিধায়কদরে বেতন বাড়লেও দীর্ঘদিন ধরে রাজ্যের ফাঁকা পড়ে থাকা একাধিক আসনে স্থায়ী নিয়োগের পথে রাজ্য সরকার হাঁটছে না বলেই অভিযোগ তাঁদের। ইতিমধ্যে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ফের একবার অক্টোবর মাসে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল আগেই, এবার বিধায়কদের বেতন বৃদ্ধির প্রতিবাদেও রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ প্রতিবাদে সামিল হয়ে কর্মসূচি নেবে বলেই জানানো হয়েছে তাঁদের তরফে।
আরও পড়ুন- আগের মতোই এক পয়সাও নেবেন না মমতা, একধাক্কায় অনেকটা বেতন বাড়ালেন বিধায়ক-মন্ত্রীদের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)