BJP Leader Death : নদিয়া, পূর্ব মেদিনীপুরের পর কোচবিহারের দিনহাটা, বিজেপি নেতাদের মৃত্যুমিছিল
Dinhata Murder : দিনেদুপুরে বিজেপি নেতার বাড়িতে ঢুকে সোজা বেডরুমে ঢুকে তাঁকে গুলি করে খুন করে আততায়ীরা।
কলকাতা : দিনহাটায় দিনেদুপুরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। নিহতকে ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে দাবি বিজেপির (BJP)। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের একবার মৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তবে এই প্রথম নয়, গত কিছুদিন ধরে বারবার রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের নেতাদের মৃত্যুর খবর সামনে এসেছে।
এর আগে ২ মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া। গত ২৫ মে নদিয়ার কৃষ্ণগঞ্জে পা ভাঙা অবস্থায় বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ করে বিজেপি। যা মনে করিয়ে দেয়, ৩ বছর আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনা। মাঝে কালিয়াগঞ্জে মৃত্যু হয়েছিল আরও এক তৃণমূল নেতার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতাদের মৃত্যুর ঘটনায়
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় যুবককে গুলি করে খুন। বিজেপির দাবি, তাঁদের দলের নেতাকে গুলি করে খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও, তৃণমূলের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, পাল্টা অভিযোগ উদয়ন গুহের।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী প্রশান্তর বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির লোকজন কেউ কিছু বুঝবার আগেই, আততায়ীরা বেডরুমে ঢুকে প্রশান্তকে খুব কাছ থেকে গুলি করে ! খুনের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দিনহাটা থানার (Dinhata Police Station) পুলিশ বাহিনী প্রশান্তর বাড়িতে পৌঁছয়। গুলিবিদ্ধ বিজেপি নেতাকে পাঁজাকোলা করে তুলে চাপানো হয় পুলিশের গাড়িতে। কিন্তু, হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন- 'শুভেন্দুর ফোন চেক করা হোক, কতবার ইডি অফিসারদের ফোন করেছেন ', বিস্ফোরক দাবি কুন্তলের
এদিকে, ঘটনার পরই ৩ বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, দীপক বর্মন এবং সুকুমার রায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল পৌঁছে যায় প্রশান্তর বাড়িতে। তাঁদের সামনেই কান্নায় ভেঙে পড়েন মৃতের মা। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে এই ঘটনাতেও সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি।
পঞ্চায়েত ভোটের আগে, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ডেপুটি ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের জেলায় বিজেপি নেতা খুন হলেন। আর তা নিয়ে তেতে উঠেছে রাজ্য-রাজনীতি।
আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?