Kuntal Ghosh Attacks ED : 'শুভেন্দুর ফোন চেক করা হোক, কতবার ইডি অফিসারদের ফোন করেছেন ', বিস্ফোরক দাবি কুন্তলের
Recruitment Scam : ইডিকে আক্রমণ শানিয়ে কুন্তল ঘোষের আক্রমণ, '১ ফেব্রুয়ারি আমার যে স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে, সেটা ইডি মিথ্যা কথা বলছে, ইডি আদালতকে ফাঁসাচ্ছে। ইডি মিথ্যাচারের ওপর তদন্ত করছে। '

কলকাতা : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূলের যুব নেতার দাবি, 'ইডি মিথ্যা কথা বলছে, ইডি আদালতকে ফাঁসাচ্ছে'। পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ফোন চেক করার দাবিও তুলেছেন তিনি। কুন্তল ঘোষের বিস্ফোরক অভিযোগ, 'ইডির বস শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারীর ফোন চেক করা হোক, যে তিনি ৩০ মে কতবার ইডি অফিসারদের ফোন করেছেন। ইডি অফিসাররা বিজেপির দালাল নয়'।
ইডিকে আক্রমণ শানিয়ে কুন্তল ঘোষের আক্রমণ, '১ ফেব্রুয়ারি আমার যে স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে, সেটা ইডি মিথ্যা কথা বলছে, ইডি আদালতকে ফাঁসাচ্ছে। ইডি মিথ্যাচারের ওপর তদন্ত করছে। কাকুকে কোনও টাকা দিইনি, ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে'। প্রসঙ্গত, গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে CBI। যার পরে সেই মামলায় সদ্য় বহিষ্কৃত যুব তৃণমূল নেতা জেলবন্দি কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি।
গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঠিক তার পরদিনই, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের গলায় শোনা গিয়েছিল একই সুর। এরপর গত ১৩ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) আদালতে বলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র।
সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে। কিন্তু হাকিম বদলালেও বদল হয়নি হুকুম। এদিকে, সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র। হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা। জেরা পর্ব এগোনোর সঙ্গে সঙ্গে ইডির দাবি, কালীঘাটের কাকুর মতোই কুন্তল ঘোষ ও মানিক ভট্টাচার্যর পরিকল্পনাতে হয়েছে যাবতীয় নিয়োগ দুর্নীতি।
আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?






















