West Bengal News Update: নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ!
Kolkata News Update : ৪ মাস পর আজ ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি। সরকারপক্ষ থেকে সরকারি কর্মচারী, সবার নজর সর্বোচ্চ আদালতে। আরও খবর।

Background
- ৪ মাস পর আজ ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি। সরকারপক্ষ থেকে সরকারি কর্মচারী, সবার নজর সর্বোচ্চ আদালতে।
- ২১ জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি 'শহিদ দিবসে'র পাল্টা, ওই দিনই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি। রাজ্যের সব থানায় দেওয়া হবে ডেপুটেশন। রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। রাষ্ট্রপতি শাসন নয়, এবার মণিপুরের মতো বাংলাতেও উপদ্রুত এলাকা আইন কার্যকরের দাবি তুললেন বিরোধী দলনেতা। রবিবার হাইকোর্টের অনুমতিতে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। সেখানেই সজল ঘোষ থেকে কৌস্তভ বাগচীর মুখে শোনা গেল বদলার হুঁশিয়ারি। যদিও, উল্টো সুর শোনা গেছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গলায়। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
- অধিকারীর গড়ে এবার দলের নেতা কর্মীদের একাংশকে নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের এই বৈঠকে ছিলেন না বর্তমান জেলা সভাপতি ও বিধায়ক তাপসী মণ্ডল বা জেলার কোনও বিধায়ক। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন বৈঠকে সামিল বিজেপি কর্মীরা।
- তৃণমূল কর্মী জয়ন্ত সিংহ থেকে আড়িয়াদহের ত্রাস জায়ান্ট! তৃণমূল কর্মী তাজমুল ইসলাম থেকে জেসিবি! এই বাহুবলী তালিকায় এবার নবতম সংযোজন কাশীপুরে প্রোমোটারকে মারধরের ঘটনায় জেলবন্দি অভিজিৎ মণ্ডল ওরফে রানা। কিন্তু কীভাবে বাহুবলীদের এই উত্থান? কীভাবে এত সাহস পাচ্ছে তারা? বিরোধীদের অভিযোগ, নেপথ্য়ে রয়েছে শাসক দলের প্রশ্রয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
WB News Live: ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ২ দিন পার, এখনও গ্রেফতার শূন্য!
ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ২ দিন পার, এখনও গ্রেফতার শূন্য! পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত চায় নিহত তৃণমূল নেতার পরিবার। ঘটনাস্থলের সিসি ফুটেজ হাতে থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহত তৃণমূল নেতার পরিবার।
West Bengal News Live: নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ!
নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ! অভিযুক্ত সাদ্দামের খাটের নীচে সুড়ঙ্গ, ঢুকলেই খাল দিয়ে পগারপার! মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙি, সেই পথেই উধাও! কুলতলিতে প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে হদিশ মিলল সুড়ঙ্গের! অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা, গুলিও চলার অভিযোগ। হামলার অভিযোগে ২ মহিলা গ্রেফতার, মূল অভিযুক্ত সাদ্দামের ঘরে তালা। খাট সরালেই সুড়ঙ্গ, প্রায় ৪০ ফুট এগোলেই খাল, সেই পথেই উধাও!






















