West Bengal News Live: হস্টেলের রুমে কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না 'দাগি'রা। ২৮ পাতার সেই নির্দেশনামার ছত্রে ছত্রে, রাজ্য সরকার ও SSC-র ভূমিকার কড়া সমালোচনা করেছে আদালত।
মাস্টারদা সূর্য সেন, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহার প্রসঙ্গ টেনে SSC মামলায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। লিখিত রায়ে বিচারপতিরা লিখেছেন, দেখে দুঃখ হচ্ছে, যে রাজ্য়ের উচ্চশিক্ষা ব্য়বস্থায় নিয়োগের জন্য় দুর্নীতিপরায়ণদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।
ভাঙড়ে সওকত মোল্লা-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুন। বাড়ি ফেরার পথে প্রথমে গুলি, তারপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। ঘটনার নেপথ্য়ে ISF রয়েছে বলে অভিযোগ করছেন, সওকত মোল্লার। পাল্টা নৌশাদ সিদ্দিকির দাবি, ঘটনাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। যদিও অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার।
নির্জন রাস্তা, আলোটুকুও নেই। এমন জায়গা বেছে নিয়ে তৃণমূল নেতার ওপর হামলা, পরিকল্পনামাফিক খুন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৪টি গুলির খোল। অভিযুক্তদের স্কেচ আঁকাতে ২ প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
১৫-২০ মিনিট আগেও ছিলেন সওকত মোল্লার সঙ্গে। তৃণমূলের কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। তখনই ভাঙড়ের তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর হামলা, খুন। হত্য়ার নেপথ্য়ে কী কারণ? খুনের সময় কারা ছিলেন এলাকায় ? জানতে টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ।
West Bengal News Live Update: হস্টেলের রুমে কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ
ফের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ
দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান IIM জোকায় 'ধর্ষণ'
কসবা ল’ কলেজের পর IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ
IIM-এর দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ
কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ
হস্টেলের রুমে কাউন্সেলিং করাতে আসা তরুণীকে 'ধর্ষণ'
সকাল ১১.৪৫-এ অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়াকে কাউন্সেলিং করাতে আসেন নির্যাতিতা
কাউন্সেলিংয়ের পর লাঞ্চে তরুণীকে পিৎজা-জল দেয় অভিযুক্ত পড়ুয়া
লাঞ্চের পরেই আচ্ছন্ন হয়ে পড়ি, পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা
'আচ্ছন্ন অবস্থা কাটলে তরুণী দেখেন তিনি অভিযুক্তর হস্টেলের রুমের বেডে'
আচ্ছন্ন অবস্থাতেই তাঁর উপর নির্যাতন চলে, বাধা দিলে মারধর, অভিযোগ নির্যাতিতার
'বয়েজ হস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটর্স বুকেও সই করতে দেওয়া হয়নি'
'নিজের প্রভাব খাটিয়ে ভিজিটর্স বুকে সই করতে দেয়নি অভিযুক্ত পড়ুয়া'
ধৃত পরমানন্দ তোপ্পাঁওয়ার কর্ণাটকের বাসিন্দা
ধৃত তাঁর পূর্ব পরিচিত, দাবি নির্যাতিতার
গতকাল হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে
নির্যাতিতার মেডিকো-লিগাল টেস্ট হয়েছে, এরপর ম্যাজিস্ট্রেটের সামনে হবে গোপন জবানবন্দি
হস্টেল ইনচার্জ ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে জিজ্ঞাসাবাদ পুলিশের
BNS ৬৪: ধর্ষণের ধারায় মামলা রুজু
BNS ১২৩: অপরাধের উদ্দেশ্যে কিছু খাইয়ে আচ্ছন্ন করা
WB News Live Update: হাসপাতালে 'শাসানি'কাণ্ডে পুলিশি তলবে মোহনপুর থানায় হাজিরা কৌস্তভ বাগচীর
হাসপাতালে 'শাসানি'কাণ্ডে পুলিশি তলবে মোহনপুর থানায় হাজিরা কৌস্তভ বাগচীর। পুলিশি হেনস্থার অভিযোগে থানার বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। 'আদালতে জামিন পাওয়ার পরেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে থানায় তলব'। 'স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসককে হুমকি'। 'অভিযোগ থাকা সত্ত্বেও কেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে ডাকা হয়নি?' প্রশ্ন বিজেপি নেতা কৌস্তভ বাগচীর






















