West Bengal News LIVE Updates: দোতলায় দেহ, তিনতলায় কেন রক্ত? আহতদের বয়ানের সূত্রে ট্যাংরায় বাড়ছে রহস্য
WB News LIVE Updates: জেলা থেকে রাজ্য সব খবরের আপডেট দেখুন...

Background
ভোররাতে বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনা। আহতদের বয়ানের সূত্রে সকালে ট্যাংরায় মিলল ৩ জনের দেহ। খুন করে সপরিবারে আত্মহত্যার চেষ্টা? এখনও রহস্য।
দোতলায় দেহ, তিনতলায় কেন রক্ত? আত্মহত্যার চেষ্টা হলে মৃত্যু নিশ্চিত নয় জেনেও কেন মেট্রোর পিলারে ধাক্কা? ট্যাংরাকাণ্ডে আহতদের বয়ানে সন্দেহ।
বাইপাসে দুর্ঘটনাতেই কি লুকিয়ে রহস্যের চাবিকাঠি? মধ্যরাতে ট্যাংরা থেকে ১৫ কিমি দূরে অভিষিক্তা মোড়ে আসতে কেন লাগল আড়াই ঘণ্টা? কীভাবে এক ছুরিতে ২জন আত্মঘাতী?
West Bengal News: প্রেম দিবসের দিন আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
প্রেম দিবসের দিন আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। ছয়দিন পর কবরস্থ দেহ উদ্ধার করলো কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানার পুলিশ। দুটি পরীক্ষা দেওয়ার পর পাশের সিটের বান্ধবী পরীক্ষা দিচ্ছে না। অবাক হয়ে স্কুলে জানায় সহপাঠী পরীক্ষার্থী। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানায় থানায়। তারপরেই জানাজানি আত্মঘাতী হওয়ার ঘটনা।
RG Kar Case: আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি
আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি। ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন প্রধান বিচারপতি। নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। আর জি কর ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি






















