West Bengal News LIVE: সাইকেল মিস্ত্রি থেকে কিভাবে কয়েক বছরেই বিপুল সম্মত্তির মালিক? অ্যাকশনে ইডি
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস
LIVE

Background
সাইকেল মিস্ত্রি থেকে কিভাবে কয়েক বছরেই বিপুল সম্মত্তির মালিক জিডি মাইনিংয়ের কর্মী জহিরুল? জানতে চায় ইডি। খেজুরি, মেদিনীপুরেও অভিযান।
জাল নথির আড়ালে অবৈধ কারবার। পুলিশেরই এফআইআরের সূত্র ধরে তদন্তে ইডি। রেশনের মতোই এতদিন কেন চুপ ছিল প্রশাসন? প্রশ্ন বিরোধীদের।
বালি পাচারে ইডির নজরে জিডি মাইনিং। সখেরবাজারে অফিস, সল্টলেকে কর্ণধার, কল্যাণীতে ডিরেক্টরের বাড়িতে তল্লাশি। কর্মী, ড্রাইভারের বাড়িতেও অভিযান।
Nepal Tension: জ্বলছে নেপাল, শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত
ছাত্র-যুবদের বিক্ষোভে জ্বলছে নেপাল। গতকাল এক ভারতীয় ট্রাক চালক গুলিবিদ্ধ হন। ট্রাক ফেলে এপারে পালিয়ে এসেছেন অন্য চালকরা। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত। ওপারে কাঁকরভিটা, বীরতা মোড়ে বিক্ষোভের আগুন। এপারে সীমান্তে দাঁড়িয়ে আছে শ’য়ে শ’য়ে ট্রাক। কবে খুলবে সীমান্ত, তার অপেক্ষায় ট্রাক চালকরা। প্রভাব পড়েছে পানিট্যাঙ্কি এলাকার অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা
West Bengal News: কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার ছাত্রনেতা AB সোয়েল
কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার ছাত্রনেতা AB সোয়েল। বিদ্ধ TMCP, প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে ICCR থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিল বিজেপির। রবীন্দ্রসদনের গেটে তালা, বাইরে জমায়েত শুভেন্দু-সহ বিজেপি নেতাকর্মীদের।






















