West Bengal NEWS Live : দুর্গম, বিচ্ছিন্ন জনবসতি বা বনাঞ্চল এলাকায় বিশেষ শুনানির ব্যবস্থা কমিশনের
WB News Live : রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস...
LIVE

Background
'এক দেশ এক ভোট আইন পাশ হতেই দেব না। SIR-এর নামে বয়স্কদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তা মেনে নেওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেয়নি, তাই এই হেনস্থা। বিজেপির যতটা জেদ, তার ১০ গুণ বেশি জেদ আমার। এই জেদকেই ভয় পায় বিজেপি। জ্ঞানেশ কুমার ম্যাজিক দেখালে, আলিপুরদুয়ারের মানুষও ম্যাজিক দেখাতে পারেন। বিজেপি বলছে, আমাদের ভোট দিলে তবে টাকা পাবে। যাঁরা বিজেপির কাছে ঝুঁকতে চান, ঝুঁকতে পারেন', আলিপুরদুয়ারে চা-বাগান সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বালি পাচার মামলায় প্রথম চার্জশিট পেশ করল ED, ইডির বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়। সূত্রের খবর, চার্জশিটে অরুণ সরাফ সহ ১৮ জনের নাম রয়েছে। সেই ১৮ জনের নামে নোটিস ইস্য়ু করার সুপারিশ করা হয়েছে। ইডির দাবি, ই-চালান জালিয়াতি করে কয়েক কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
সুন্দরবনের বাসিন্দারা বলেন- ঝড় আসার আগেই এলাকায় পৌঁছে যান তিনি। কিন্তু ঝড়ের খবর যিনি রাখেন, তাঁর খবরই রাখে না নির্বাচন কমিশন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে নির্বাচন কমিশনের SIR-শুনানির নোটিস পাঠানো নিয়ে বলছেন অনেকেই। শুক্রবার অশীতিপর সিপিএম নেতার বাড়িতে এসে শুনানি করেন BLO. শুনানির নোটিস পেয়েছেন বিরোধী থেকে শাসক দলের বিধায়করাও।
সন্দেশখালিতে এবার আক্রান্ত ন্যাজাট থানার পুলিশ। এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ মুসা-অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের গাড়ি ভাঙচুর, ১ অফিসার-সহ ৩ পুলিশকর্মী জখম। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপ-প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ। কার ইন্ধনে ঘটল ঘটনা? জানতে প্রধান, উপ-প্রধানকে জিজ্ঞাসাবাদ। পুলিশের নোটিসে সাড়া না দেওয়ায় রাতে অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। হুলোপাড়ায় অভিযুক্ত মুসার বাড়িতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।
‘তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল,ক্ষমা চাইছি, শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে মন্তব্য কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর। তাঁর দাবি, সাংসদ থাকাকালীন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ অনুমোদন করালেও সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। যার ফলে ফেরত গেছে টাকা। তৃণমূলের একাংশের বিরুদ্ধে আর্থিক নয়ছয়েরও অভিযোগ করেছেন শিশির অধিকারী। এদিন নাম না করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে। শুধু বালি চুরি করে বিক্রি করল, কয়লা চুরি করে বিক্রি করল। প্রাক্তন সাংসদের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে থাকাকালীন সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়েছেন ওঁরাই, মন্তব্য তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার।
West Bengal News Live: দুর্গম, বিচ্ছিন্ন জনবসতি বা বনাঞ্চল এলাকায় বিশেষ শুনানির ব্যবস্থা কমিশনের
দুর্গম, বিচ্ছিন্ন জনবসতি বা বনাঞ্চল এলাকায় বিশেষ শুনানির ব্যবস্থা কমিশনের । ১২টি জেলার DEO-দের প্রস্তাব নির্বাচন কমিশনের। 'প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে'। 'শুনানি যেন সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয় সেই দিকে নজর রাখতে হবে'। 'বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রে বাইরের হস্তক্ষেপ বরদাস্ত নয়'। 'নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গতা যেন বজায় থাকে শুনানি কেন্দ্রে'।
WB News Live: 'আক্রান্ত' কমিশনের পর্যবেক্ষক, ডিজির রিপোর্ট তলব কমিশনের
'আক্রান্ত' কমিশনের পর্যবেক্ষক, ডিজির রিপোর্ট তলব কমিশনের। মগরাহাটে সি মুরুগানের গাড়িতে হামলা-বিক্ষোভের রিপোর্ট তলব। ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, নির্দেশ কমিশনের। 'পরিদর্শনের সময় কমিশনের পর্যবেক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে'। রাখতে হবে পর্যাপ্ত পুলিশ কর্মী সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারকেও, নির্দেশ কমিশনের। ২৯ ডিসেম্বর: মগরাহাটে দফায় দফায় বিক্ষোভের মুখে রোল অবজার্ভার সি মুরুগান। ২৯ ডিসেম্বর: সি মুরুগানের গাড়িতে চড়াও, ভাঙা হয় ডোর লক।






















