West Bengal News Live: বঙ্গেও কোভিডের চোখরাঙানি, এবার করোনা আক্রান্ত এক সদ্যোজাত
West Bengal Live News: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...

Background
কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
১। পহেলগাঁও হামলা (Pahelgam Attack), অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর আজ প্রথমবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী। চন্দ্রভাগা নদীর ওপর উচ্চতম আর্চ রেল ব্রিজ উদ্বোধন। এবার ৩ ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর।
২। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়ল কাশ্মীর। বন্দে ভারত উদ্বোধনের আগে পড়ুয়া থেকে ট্রেনের লোকো পাইলটদের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর।
৩। রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পেও টলাতে পারবে না চেনাব সেতুকে। তীব্র বিস্ফোরণেও টুকরো হবে না সেতু। দাবি নির্মাতাদের। এই রেল প্রকল্প কংগ্রেস আমলের, সমালোচনায় কংগ্রেস।
৪। অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর।
৫। পাণ্ডবেশ্বরের বিধায়কের মন্তব্যে সরব শুভেন্দু-সুকান্ত । বিধায়কের বক্তব্য দেশবিরোধী। পোস্ট করে সরব সুকান্তর। NIA-এর তদন্তের দাবি বিরোধী দলনেতার।
৬। বেঙ্গালুরুতে বিজয় উৎসবে বিপর্যয়। গ্রেফতার RCB-র মার্কেটিং প্রধান। মুম্বই যাওয়ার পথে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার নিখিল সোসালে। আটক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ২ কর্তাও।
৮। মেয়েদের ছোট পোশাক পরা নিয়ে ফের বিতর্কে কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি নেতার মন্তব্যকে দল সমর্থন করে? সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল।
৯। ক্য়ানিংয়ে পঞ্চায়েতের তৃণমূল সদস্য়কে প্রকাশ্য়ে খুনের হুমকি। ধারালো অস্ত্র সহ গ্রেফতার অভিযুক্ত কৌশিক হালদার।
TMC নেতাকে হুমকি, গ্রেফতার ১
১০। ফেব্রুয়ারি ও এপ্রিলের পর জুন। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ফের কমল রেপো রেট। ৫০ বেসিস পয়েন্ট কমে নতুন রেপো রেট সাড়ে ৫ শতাংশ। কমবে ইএমআই? অপেক্ষায় আমজনতা।
West Bengal News Live: ৩ অগাস্ট NEET-PG এন্ট্রান্স, অনুমতি দিল সুপ্রিম কোর্ট
৩ অগাস্ট NEET-PG এন্ট্রান্স, অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ২ দফায় নয়, এক দফাতেই এবার NEET-PG এন্ট্রান্স। ১৫ জুন, ২ দফায় হওয়ার কথা ছিল NEET-PG এন্ট্রান্স। কোর্টের নির্দেশে একদফায় করতে না পারায় স্থগিত হয় পরীক্ষা।
PM Modi Live: ৬ মে-র রাতে পাকিস্তানের জঙ্গিদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল
'ঠিক এক মাস আগে, ৬ মে-র রাতে পাকিস্তানের জঙ্গিদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এরপর পাকিস্তান যতবার অপারেশন সিঁদুরের নাম শুনবে, ততবার তাদের পরাজয়ের কথা মনে করবে। পাক জঙ্গি আর ফৌজ ভাবতেও পারেনি, তাদের দেশের ভিতরে ঢুকে জঙ্গিদের এভাবে শায়েস্তা করবে ভারত। আতঙ্কের প্রাসাদ কয়েক মিনিটে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। জঙ্গিদের এই পরিণতি দেখে ক্ষিপ্ত পাকিস্তান রাগ মিটিয়েছে পুঞ্চের নিরীহ মানুষের উপর। পুঞ্চের মানুষ, আপনারা যেভাবে পাকিস্তানের হামলার মোকাবিলা করেছেন, তা সবাই দেখেছে', বলেছেন প্রধানমন্ত্রী।






















