West Bengal News Live Updates: চারু মার্কেট এলাকায় যুবকের রহস্যমৃত্যু, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, তদন্তে হোমিসাইড শাখা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে ধুন্ধুমার। রামনগরে আহত অখিল গিরি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের।
কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোট শুরু হতেই তৃণমূল-বিজেপি সমর্থক হাতাহাতি, ধস্তাধস্তি। পুলিশের সামনেই বিজেপি নেতাকে হুঁশিয়ারি সুপ্রকাশ গিরির।
অক্সফোর্ডে কেলগকাণ্ডের পর ফের সুর চড়াল SFI. আঘাত এলে জ্বলবে আগুন, গুড়-বাতাসার পাল্টা চমচম-সন্দেশ। হুঁশিয়ারি সৃজনের।
কেলগ কলেজে SFI-এর কাণ্ডকারখানায় বাংলার মানুষই ক্ষুব্ধ। গায়ের জ্বালা থেকেই এসব করেছে ওরা। ছোট নেতারাই বুক ঠুকছেন। পাল্টা কটাক্ষ দেবাংশুর।
নানুরে শহিদ স্মরণ অনুষ্ঠানে হুঙ্কার কাজল শেখের। আমন্ত্রণেও গরহাজির অনুব্রত। যাঁরা আসেননি, তাঁরা শহিদদের ভুলেছেন, কটাক্ষ কাজলের।
জগদ্দলে 'জঙ্গলরাজ'! গুলি চালিয়েছিলেন অর্জুন, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছেলের। একটা ফুটেজে দেখাক গুলি চালিয়েছি! পাল্টা চ্যালেঞ্জ অর্জুনের।
গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল আরও ১০৪টি ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন।তালিকা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের। আবার ফেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট।
টিফিন বক্সে পেঁয়াজের খোসায় লুকোনো সিম কার্ড! কৃষ্ণনগর জেলে মাদক মামলায় বন্দি স্বামীকে সিম কার্ড দিতে গিয়ে পাকড়াও স্ত্রী। বাজেয়াপ্ত ১৩টি সিম।
বেলেঘাটায় যুবকের রহস্যমৃত্যুতে নতুন মোড়। আত্মহত্যা নয়, খুন হয়েছেন যুবক। দেহে মেলা আঘাতের চিহ্ন থেকে নিশ্চিত ময়নাতদন্তকারী চিকিৎসক।
WB News Live: স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক
স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়ার জন্য দরখাস্ত করেছিলেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বিধায়কের অভিযোগ, প্রায় চল্লিশ মিনিট তাঁকে বসিয়ে রেখে হেনস্থা করা হয়। এই ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছে তৃণমূল। জেলা স্কুল পরিদর্শক এই নিয়ে মন্তব্য করতে চাননি।
West Bengal News Live: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল', 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে'- এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস।






















