West Bengal News Live: জামিনের আবেদন না করলেও ষড়যন্ত্রের তত্ত্ব মনোজিতের আইনজীবীর
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
কসবাকাণ্ডে সাউথ ক্যালকাটা ল' কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ। গতকালভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ পুলিশের। CC ক্যামেরার ফুটেজ থেকে চিহ্নিত ১৬ জন পড়ুয়া। গতকাল ৬ পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের। আজও কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ।
কলকাতা নর্থ ডিভিশনের অ্য়াসিস্ট্য়ান্ট পুলিশ কমিশনার রমেশ রায়চৌধুরীর সাসপেনশন প্রত্য়াহার করল কলকাতা পুলিশ। নবান্নের তরফ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। ১৪ অগাস্ট মধ্য়রাতে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষকৃতী। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে দায়িত্বপ্রাপ্ত নর্থ ডিভিশনের অ্যাসিস্ট্য়ান্ট পুলিশ কমিশনার রমেশ রায় চৌধুরীরে ১৮ অগাস্ট সাসপেন্ড করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। রিভিউ কমিটির সিদ্ধান্ত অনুসারে ১৯ অগাস্ট পর্যন্ত জারি ছিল সাসপেনশন। সেই সাসপেনশনই অবশেষে প্রত্য়াহার করল নবান্ন।
কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের। দলের শোকজে ক্ষমা চাইলেন মদন মিত্র। আমার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। দুঃখপ্রকাশ করে সুব্রত বক্সীকে চিঠি।
ক্যাম্পাসে ছাত্রীকে 'গণধর্ষণ', ধৃত ৩ জনকে কলেজ থেকে বহিষ্কার । কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বহিষ্কৃত ধৃত মনোজিৎ মিশ্র । বাকি ২ পড়ুয়াকেও কলেজ থেকে বহিষ্কার। সাউথ ক্যালকাটা ল' কলেজে গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত।
Kasba College Incident Live Update: জামিনের আবেদন না করলেও ষড়যন্ত্রের তত্ত্ব মনোজিতের আইনজীবীর
'পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স...সব মিলে যাচ্ছে'
গণধর্ষণকাণ্ডে মনোজিৎদের ফের হেফাজতে চেয়ে সওয়াল সরকারের
'নির্যাতনের সময় অসুস্থ, ইনহেলার এনে সুস্থ করে আবার অত্যাচার'
'এতটাই বেপরোয়া ছিল অভিযুক্তরা', কোর্টে বললেন সরকারি আইনজীবী
'আরও কিছু মিলিয়ে দেখা প্রয়োজন', ১০ দিনের হেফাজতে চাইল সরকার
জামিনের আবেদন না করলেও ষড়যন্ত্রের তত্ত্ব মনোজিতের আইনজীবীর
WB News Live Update: নিয়োগ দুর্নীতি মামলায় ব্য়াঙ্কশাল কোর্টে ভর্ৎসিত সিবিআই
নিয়োগ দুর্নীতি মামলায় ব্য়াঙ্কশাল কোর্টে ভর্ৎসিত সিবিআই
শুনানিতে গরহাজির সিবিআইয়ের তদন্তকারী অফিসার
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের আইনজীবীও গরহাজির
দায়িত্বপ্রাপ্ত আইনজীবীর বদলে শুনানিতে সিবিআইয়ের আরেক আইনজীবী
'সরকারি আইনজীবী কোথায়? তদন্তকারী অফিসার কোথায়?'
নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রশ্ন বিচারক শুভেন্দু সাহার
'তাঁরা ব্যস্ত', বিচারকের প্রশ্নে জানালেন সিবিআইয়ের আইনজীবী
'একমাত্র আমি ব্যস্ত নই, বাকি সবাই ব্যস্ত'
সিবিআইয়ের ভূমিকায় মন্তব্য ক্ষুব্ধ বিচারক শুভেন্দু সাহার
'গ্রেফতারের সময় আপনাদের প্রচুর তৎপরতা থাকে'
'বিচারপ্রক্রিয়ার সময় কোর্টে আসার সময় পান না, এটা কেন?'
৮ সেপ্টেম্বর IO, সরকারি আইনজীবী-২জনকেই কোর্টে হাজির থাকার নির্দেশ






















