এক্সপ্লোর
West Bengal News Live : রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতাল, অ্যাপলোতে গেলেন অর্জুন
মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি ট্যাব-কাণ্ডে তৃণমূল যোগের অভিযোগে সরব বিরোধীরা আরও খবর
Key Events

সারা বাংলার সব খবরের লাইভ আপডেট
Background
শনিবার সকালের বড় খবর :
- গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত অন্তত ৫ টি কাঠের গোলা। আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের বসতি এলাকাতেও। রাত ১.৩০ নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ।
- নিমতলায় ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা।
- লটারি-কেলেঙ্কারির তদন্তে, কলকাতা-সহ বিভিন্ন জায়গায়, ম্য়ারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার লেক রোড, লেক মার্কেট এলাকা থেকে উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। তল্লাশিতে নগদ প্রায় ন'কোটি উদ্ধার হয়েছে বলে এজেন্সি সূত্রে দাবি। টাকা গুনতে আনা হয় একাধিক মেশিন।
- ট্যাব-জালিয়াতির বেশিরভাগ টাকাই গেছে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর এবং বিহারের কিষাণগঞ্জের লোকেদের অ্যাকাউন্টে। কলকাতা পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, উত্তর দিনাজপুরের চোপড়াই কি তাহলে হয়ে উঠছে 'বাংলার মিনি জামতাড়া'?
14:38 PM (IST) • 16 Nov 2024
WB News Live : তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু
তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।
14:07 PM (IST) • 16 Nov 2024
Anuubrata Mondal News : আজ মুখোমুখি অনুব্রত মণ্ডল , কাজল শেখ?
অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ফেরার পর আজ প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে। সব ঠিক থাকলে মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। আজ বিকেল তিনটে নাগাদ বোলপুরের তৃণমূলের জেলা পার্টি অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















