West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যালে সেপটিক শকেই মৃত্যু হয়েছে মামণি রুইদাসের
West Bengal News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE
Background
West Bengal News Live Update: বহুতল বিপর্যয় ইস্যুতে মুখে কুলুপ তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের
খাস কলকাতায় ফের বহুতল বিপর্যয়, অল্পের জন্য বাসিন্দাদের রক্ষা। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হঠাৎ হেলে পড়ল নতুন বহুতল! বহুতলটি কবে নির্মাণ হয়েছে তা জানেন না, মন্তব্য ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News Live: বাংলাদেশের হিন্দুদের রক্ষায় রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট
বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
West Bengal News Live Update: মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে
মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন সেপটিক শকের কথা।
West Bengal News Live: প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান
আজ মকর সংক্রান্তি। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। মাহেন্দ্রক্ষণে সূর্য প্রণাম করতে সামিল কোটি কোটি মানুষ। শীত উপেক্ষা করেই পুণ্যস্নান। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার।
West Bengal News Live Update: সমবায় ভোটেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
দিকে দিকে তৃণমূলের হাতেই তৃণমূল খুন, সমবায় ভোটেও গোষ্ঠীদ্বন্দ্ব! কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল! সমবায় ব্যাঙ্কে ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার ২ বিধায়কের লড়াই! উত্তম বারিক গোষ্ঠীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি অখিলের! পাল্টা রামনগরের বিধায়ককে কার্যত তাড়া করে কটূক্তি উত্তম-গোষ্ঠীর! কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট, ডিরেক্টর নির্বাচনেও তৃণমূল বনাম তৃণমূল!