Live News Update : ফের বাড়বে বৃষ্টির দাপট, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি কোন কোন জেলায়?
West Bengal News Live :বারবার কুরুচিকর আক্রমণ অখিল গিরির, কড়া পদক্ষেপ নেওয়া উচিত, মত বিভিন্ন মহলের, রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমাল ডিভিসি, দেখুন একনজরে ...
LIVE
Background
কলকাতা: মহিলা সরকারি অফিসারকে কুকথা, অপমান, পেটানোর হুমকি অখিল গিরির। পদত্যাগ ও ক্ষমা না চাইলে বরখাস্তের হুঁশিয়ারি তৃণমূলের। তড়িঘড়ি কারামন্ত্রীর পদ ছাড়লেন রামনগরের বিধায়ক। রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশে অখিল গিরি কর্ণপাত না করায় রাজ্যজুড়ে তীব্র সমালোচনা। রাষ্ট্রপতি থেকে মহিলা সরকারি অফিসার। বারবার কুরুচিকর আক্রমণ অখিল গিরির। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, প্রতিক্রিয়া তৃণমূলের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত, মত বিভিন্ন মহলের। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিনের পর ইডির নজরে তৃণমূলের জীবনকৃষ্ণ। নবম-দশমে নিয়োগ দুর্নীতিতে আজ বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব রেশন দুর্নীতির টাকাই ঢুকেছে ঘুরপথে, অনুমান ইডির। মুখে কুলুপ দুই ভাইয়ের। বাংলায় ১০০ দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ শূন্য, সংসদে স্বীকার মোদি সরকারের। রাজ্যসভায় কেন্দ্রের উত্তরের কপি পোস্ট করে দাবি ডেরেকের। আগে হিসেব দিন, পাল্টা বিজেপি। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। মুণ্ডেশ্বরী নদীর উপর ভাঙল ৪টি বাঁশের সেতু। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মমতার। পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে, জানালেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ।রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমাল ডিভিসি।
WB Live News: ফের বাড়বে বৃষ্টির দাপট, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি কোন কোন জেলায়?
বানভাসি পরিস্থিতি বাংলার বহু এলাকা। একদিকে টানা বৃষ্টি, আরেকদিকে ডিভিসি জল ছাড়তেই বহু এলাকায় প্লাবন পরিস্থিতি। এরই মধ্যে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়।
LIVE News Update: বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল
বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। শেখ হাসিনাকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে এখনও ধোঁয়াশা।
Bangladesh News: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন এই নোবেলজয়ী?
বাংলাদেশে সংঘর্ষে মৃত্যু ৩০০ পার, ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা। ঢাকায় সংঘর্ষ, শুধু আজকেই ২০ জনের মৃত্যু। নোবেলজয়ী মহম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন, সূত্রের খবর।
Bangladesh Update: রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের, খবর সূত্রের
রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের। ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার। খবর সূত্রের।
Bangladesh News: রাত ১১টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে সমস্ত উড়ান বন্ধ
রাত ১১টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে সমস্ত উড়ান বন্ধ। ভারত-বাংলাদেশের সমস্ত ট্রেন বাতিল।