West Bengal News Live : লন্ডনে মমতা, 'দল' অভিষেকের? বড় ইঙ্গিত রাজ্য রাজনীতিতে ?
Breaking News 21 March : ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারা দল চালাবেন? স্পষ্ট করে দিলেন মমতা। বিদেশ সফরে যাওয়ার আগে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর।
LIVE

Background
WB News Live : 'অধিনায়ক অভিষেক', দক্ষিণ কলকাতা জুড়ে পোস্টার-পতাকা!
নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পোস্টার। 'অধিনায়ক অভিষেক', দক্ষিণ কলকাতা জুড়ে পোস্টার-পতাকা!
WB News Live : তমলুকের পর হলদিয়ায় শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি
তমলুকের পর হলদিয়ায় শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি।
রবিবার হলদিয়ায় শুভেন্দুর সভায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সম্মতি।
ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রার অনুমতি হাইকোর্টের ।
West Bengal News : প্রাণ বাঁচাতে রেলব্রিজের ফাঁক দিয়ে ঝাঁপ মহিলার, মৃত্যু
যাবতীয় সতর্কবার্তা শিকেয়। বিধাননগরে রেললাইন ধরে হেঁটে আসার সময় আপ-ডাউন দুদিকে ট্রেন। প্রাণ বাঁচাতে রেলব্রিজের ফাঁক দিয়ে ঝাঁপ মহিলার। নীচে রাস্তায় পড়ে মৃত্যু।
WB News Live : খড়গপুরে বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়ালেন দিলীপ ঘোষ
খড়গপুরে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন দিলীপ ঘোষ! সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় রাস্তা, উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভ! বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়ালেন দিলীপ ঘোষ । তৃণমূল কেন বাধা দেওয়ার চেষ্টা করবে? প্রশ্ন দিলীপ ঘোষের
Howrah News : গরমের মধ্যে তীব্র জলসঙ্কট, হাওড়া ও শিবপুরে ২২ ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ
গরমের মধ্যে জলসঙ্কট অব্যাহত হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাতে বিপর্যয়ের পর থেকে এখনও সারানো যায়নি ভূগর্ভস্থ পাইপলাইন। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। তার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। বুধবার রাতে, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে, ভূগর্ভস্থ পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা যায়। এরপরই, পদ্মপুকুর জল প্রকল্পের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। গতকাল হাওড়া পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ করলেও ফের ধস নামায় পাইপ লাইনে ফাটল দেখা দেয়। এখনও জল সরবরাহ বন্ধ রয়েছে। হাওড়ার পাশাপাশি কলকাতা ও উত্তরপাড়া পুরসভা থেকে ট্যাঙ্কারে জল সরবরাহ করা হচ্ছে ওই বাইশটি ওয়ার্ডে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
