West Bengal News Live : লন্ডনে মমতা, 'দল' অভিষেকের? বড় ইঙ্গিত রাজ্য রাজনীতিতে ?
Breaking News 21 March : ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারা দল চালাবেন? স্পষ্ট করে দিলেন মমতা। বিদেশ সফরে যাওয়ার আগে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর।

Background
আজ যে যে খবরে নজর দিনভর :
২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা আজ স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এনিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করে ২০০ আসনের টার্গেট স্থির করেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। শেষ পর্যন্ত ৭৭-এই থামতে হয়েছিল। গতবছর অমিত শাহ দুই তৃতীয়াংশের টার্গেট বেঁধে দিয়েছিলেন। আর বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ২০২৬-এর ১৮০ আসনের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। লোকে টার্গেট বাড়ায়, এরা টার্গেট কমাচ্ছে, এই ভাষাতেই এদিন শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন কুণাল ঘোষ।
বারুইপুরকাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা দায়ের হল। হলদিয়ায় মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল বিজেপি। শুক্রবার এই মামলার শুনানি হবে। অন্যদিকে, বারুইপুরে শুভেন্দু অধিকারীর গাড়িতে গাড়িতে হামলার অভিযোগে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। এই মামলার শুনানি হবে সোমবার।
আবাসের টাকা দেওয়ার পরই উপভোক্তাদের কাছ থেকে যেভাবে কুড়ি হাজার টাকা করে নেওয়া হয়েছে তা বেআইনি। দিনহাটা পুরসভা মামলায় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, টিএস শিবজ্ঞানম। মন্তব্য করতে নারাজ দিনহাটা পুরসভার তৎকালীন চেয়ারম্যান উদয়ন গুহ।
WB News Live : 'অধিনায়ক অভিষেক', দক্ষিণ কলকাতা জুড়ে পোস্টার-পতাকা!
নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পোস্টার। 'অধিনায়ক অভিষেক', দক্ষিণ কলকাতা জুড়ে পোস্টার-পতাকা!
WB News Live : তমলুকের পর হলদিয়ায় শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি
তমলুকের পর হলদিয়ায় শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি।
রবিবার হলদিয়ায় শুভেন্দুর সভায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সম্মতি।
ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রার অনুমতি হাইকোর্টের ।






















