West Bengal News LIVE: 'সবচেয়ে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায়', সন্দেশখালির সভায় মন্তব্য শুভেন্দুর
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা সব খবর দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আজ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভা, অনুমতি দিল না পুলিশ। সভার জন্য আগেই সন্দেশখালি থানায় আবেদন জানিয়েছিল বিজেপি
রাজ্যের অন্যান্য খবর-
জঙ্গি ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ-যোগে মুর্শিদাবাদ থেকে একের পর এক গ্রেফতার। নবাবের শহরে বাড়তি নজরদারি পুলিশের। শীতের মরশুমে পর্যটকে ঠাসা মুর্শিদাবাদ জেলা। ইতিহাসের শহরে একাধিক পর্যটন কেন্দ্র। নিরাপত্তা সুনিশ্চিত করতে গতকাল থেকেই বিভিন্ন হোটেলে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের লালবাগ, মতিঝিল, হাজারদুয়ারি থেকে শুরু করে নানা জায়গায় চলছে অভিযান, সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি। হোটেলে তল্লাশি চালানোর পাশাপাশি, যাচাই করা হচ্ছে রেজিস্টার। অপ্রীতিকর বা সন্দেহজনক কিছু দেখলে, দ্রুত পুলিশকে জানাতে বলা হচ্ছে।
সন্দেশখালিকাণ্ডের এক বছর পর, এলাকায় মুখ্যমন্ত্রী। আক্রমণ করলেন সিপিএম এবং বিজেপিকে। বললেন, সিপিএমের মিথ্যে কথায় ভুলবেন না। বিজেপিকে আক্রমণ করে বললেন, বিজেপির টাকায় হাত দেবেন না। পাল্টা, জবাব দিয়েছে সিপিএম এবং বিজেপি।
'সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলেই দেবেন না', কাটমানি নিয়ে অভিযোগের মধ্যেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 'আমরা যে স্কিমগুলি দিচ্ছি, তার জন্য কাউকে কোনও পয়সা দেওয়ার দরকার নেই। এটা সরকারের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে। তাই, কাউকে কোনওদিন কেউ চাইলেও টাকা দেবেন না। টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের' আপনার অধিকার, আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে', বছর শেষে সন্দেশখালি গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর।
Suvendu Adhikari Live: 'সবচেয়ে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায়', সন্দেশখালির সভায় মন্তব্য শুভেন্দুর
'সবচেয়ে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায়', সন্দেশখালির সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর।
Bangladesh News: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে কুণাল ঘোষ
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে কুণাল ঘোষ। একান্তে আলাপচারিতা রবীন্দ্র ঘোষ ও কুণাল ঘোষের। প্রথম তৃণমূল নেতা হিসেবে রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ কুণালের। আগামী ২ তারিখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর জামিন শুনানিতে অংশ নেওয়ার কথা রবীন্দ্র ঘোষের। চট্টগ্রাম আদালতে এই শুনানি হওয়ার কথা
Suvendu Adhikari on Sandeshkhali: 'সন্দেশখালির মহিলাদের জেল খাটানোর জন্য জেল খাটতে হবে মমতাকেও', হুঙ্কার শুভেন্দুর
এদিন সন্দেশখালির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'দুষ্টু লোক কে ? এরাজ্যে সবথেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাজি নুরুলের মনোনয়ন ত্রুটিপূর্ণ। সেই কারণে মামলা করেছে রেখা পাত্র। ১৫ জানুয়ারি পরের শুনানি। নিশ্চিন্ত থাকুন বিজেপির সাংসদ হবেই। এরাজ্যে বিজেপির সরকার হবে। সন্দেশখালির মহিলাদের জেল খাটানোর জন্য জেল খাটতে হবে মমতাকেও'।
Suvendu Adhikari LIVE: 'দুষ্টু লোক কে ? এরাজ্যে সবথেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্য়ায়', কটাক্ষ শুভেন্দুর
সোমবার সন্দেশখালিতে এসে 'দুষ্টু লোক'দের থেকে টাকা না নেওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই সন্দেশখালিতে এসেই শুভেন্দুর পাল্টা কটাক্ষ- 'দুষ্টু লোক কে ? এরাজ্যে সবথেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্য়ায়'।
ISCKON News: বছর শেষের দিন বিশেষ সভার আয়োজন করেছে ইসকনের কলকাতা শাখা
চট্টগ্রাম জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। 'বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন। নতুন বছরে যেন তার অবসান ঘটে', এই প্রার্থনা জানিয়ে বছর শেষের দিন বিশেষ সভার আয়োজন করেছে ইসকনের কলকাতা শাখা। বেলা ১২টায় বালিগঞ্জের অ্যালবার্ট রোডে প্রার্থনা সভা।